উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য দরকারী একটি বিষয় হলো Driver Update.পিসি থেকে সর্বোচ্চ পারফরমেন্স পেতে হলে এটা অবশ্যই জরুরী।




আমরা সবাই Update থাকতে পছন্দ করি তাই না। কারন সময় টাই চলছে এমন উন্নত হওয়ার। আর তাই ভুল করে যদি সরে বসেন পিছিয়ে পড়বেন সব কিছুতে।


ঠিম তেমন টাই ঘটবে আপনার উইন্ডোজ পিসির ক্ষেত্রে। Driver গুলো মূলত আপনার হার্ডওয়্যার এর সাথে সফটওয়্যার এর মিলন ঘটিয়ে থাকে। যার ফলে তা সচল হয়ে যায়। এবং তা আমরা ব্যবহার করতে পারি।


এখন কি হবে যদি আপনি Driver Update না করেন। ধরুন আপনি বাসায় ওয়াই ফাই আনলেন। আর এখন আপনি চাচ্ছেন তা পিসিতে কানেক্ট করতে। কিন্তু আপনার পিসির ওয়াই ফাই ড্রাইভার আপডেট করা নাই। তাই কানেক্ট হবে না।


আর তখন আপনি ভেবে নিলেন যে আপনার ওয়াই ফাই এর Hardware নষ্ট হয়েছে। কিন্তু মূল ঘটনা কিন্তু সেটা নয়। আপনি Driver Update করেন নাই তাই মূলত তা ঠিক ভাবে কাজ করছেনা।


আরো সহজ করে বলার চেষ্টা করছি। আপনি হয়তো MotherBoard Driver Disc এর কথা শুনেছেন।

যা দিয়ে গ্রাফিক্স কার্ড, সাউন্ড কার্ড সহ অনেক কিছুই আপডেট করা যায়। আর এটাই হলো Driver Update করা।

এখন কথা হলো অনেকেই আছেন যাদের কাছে Drive Disc নেই। এখন আপনি কি Driver Update না দিয়েই বসে থাকবেন। তাহলে তো আপনাকে অনেক কাজ করা থেকে বিরত থাকতে হবে। তাই চলুন জেনে নেই এই Driver Update করার সহজ একটি উপায় সম্পর্কে।



আপনি যদি Driver Update দেওয়া সম্পর্কে জানতে চান আর্টিকেল টি আপনার জন্য।





এখন কিছু কথা জেনে রাখা ভালো হবে। যদি আপনি ভুল Driver Update করে বসেন। আপনি হয়তো আপনার পিসির বারোটা বাজিয়ে বসবেন। তাই যেন তেন সফটওয়্যার ব্যবহার করা থেকে বিরত থাকুন।




এমন কিছু ব্যবহার করুন যা আপনাকে খুব সহজেই Driver Update করে দিবে। আর এতে বাচবে আপনার সময় এবং পরিশ্রম। তাহলে চলুন দেখে নেই Step By Step.



Driver Update দিতে একটি সফটওয়্যার প্রয়োজন হবে। যার লিংক নিচে যুক্ত করে দিচ্ছি Download করে নিন।


Download Link

Size- 36 MB

Download করা হয়ে গেলে Install করে ফেলুন। ইন্সটল হয়ে গেলে Fixed নামে অন্য একটি Folder পাবেন। তাতে প্রবেশ করুন।


৩২বিট কিংবা ৬৪ বিট অনুযায়ী Folder এর থাকা ফাইল কপি করুন। এবার আপনার Install Directory তে গিয়ে ফাইল টি Paste করেন। এবং Double Click করে চালু করুন।


  
সফটওয়্যার টি চালু হলে উপরের মত আসবে। আপনি শুধু Start Scan Now বাটনে ক্লিক করে দিন।


অবশ্যই নেট কানেকশন অন রাখবেন। উপরের চিত্র টি দেখুন Driver গুলো ২০১২ সালের আপডেট নিয়েই চলছে।এখন যদি তা Update করা হয় তবে পিসির পারফরমেন্স ভালো পাবেন।


এবার Scan হয়ে গেলে Update All বাটনে ক্লিক করুন। দেখবেন Driver ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। এবার অপেক্ষা করুন ডাউনলোড শেষ না হওয়া পর্যন্ত।

Driver Update Download হয়ে গেলে। Install বাটনে ক্লিক করে দিবেন। ব্যস এবার হয়ে যাবে আপনার Update Driver Pack Download.


জানিনা আর্টিকেল টি ভালো লেগেছে কিনা। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। 

আজকের আর্টিকেল থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।


লেখকঃ Cyber Prince