আমরা সবাই জানি মাল্টি স্ক্রিন নামক ফিচারের কথা।যা নতুন আপডেট ফোন গুলোতে দেওয়া হচ্ছে।কিন্তু আমরা যারা পুরাতন এবং সস্তা ফোন চালাই তাদের কাছে এটা শুধু কল্পনা।তাই আমি আপনাদের কল্পনা দূর করে দিতে আমি হাজির।
আসুন আজকে পরিচয় হই একটি দারুন অ্যাপ এর সাথে।যা দিয়ে আপনি আপনার মোবাইল এ মাল্টি স্ক্রিন সাপোর্ট করে না তারা অনায়েসে মাল্টি স্ক্রিন করে চালাতে পারবেন।একসাথে একাধিক সাইট ব্রাউজ করতে পারবেন। তাছাড়া এই অ্যাপটি দিয়ে আপনি একসাথে একাধিক সাইট ব্রাউজ করে নিজের কাজের সময় অরদগেক করে নিতে পারবেন। 
তাহলে আসুন শুরু করা যাক।
প্রথমে এখানে ক্লিক করে প্লেস্টোর  এ চলে যেয়ে অ্যাপটি ডাউনলোড করে নিন।এবং অ্যাপটি ওপেন করুন।
অ্যাপটি চালু করার পর Start এ ক্লিক করুন।
এবার Ad Custom এ ক্লিক করুন।এবং পরে একটি পেইজ আসবে।

এখানে আপনি যেই দুইটা সাইট একসাতগে ব্রাউজ করতে চাচ্ছেন সেটার লিংক দিবেন।এবং Save বাটনে ক্লিক করে সেউভ করে নিবেন।
ব্যাস কাজ শেষ।
 উপরের স্ক্রিনশট এ দেখতে পাচ্ছেন আমি আমার নিজের Wap4dollar দিয়ে auto ইনকাম সাইট গুলোর লিংক দিলাম এবং সেগুলো লোড হয়ে গেল।এবং একই সাতগে সাইট দুটি চালাতে সক্ষম হব।
যা আসলে অনেক মজাদার এবং অনেকের কাছে এই ব্যাপার পুরু নতুন।তাই আশা করি ট্রাই করবেন এবং স্টেপ গুলো ফলো করলে সহজেই সফল হবেন।

আর যদি কেউ Wap4Dollar দিয়ে auto ইনকাম করতে চান তাহলে আমাকে ইনবক্স করতে পারেন।


আজ আর না।আবার নতুন কিছু নিয়ে আসব আগামীতে। ততদিন পর‍্যন্ত সাথে থাকুন এবং দোয়া করবেন আমার জন্য।ধন্যবাদ