হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি Blogspot সাইট বানানোর টিউটোরিয়াল পর্ব ২ নিয়ে।
গত পর্বে আমরা একটি সাইট শুধু তৈরী করে রেখেছিলাম আজ আমরা তাকে একটি সুন্দর ডিজাইন দিবো । মনে রাখবেন সাইটের সৌন্দর্যের কারনে Visitor আকৃষ্ট হয়। আর User Friendly না হলে Visitor পালাবে তাই সবকিছু মিলিয়ে একটি ভালো Responsive সাইট বানাতে হবে আর অনেকেই আছেন যাদের কোডিং সম্পর্কে কোন জ্ঞান নেই তারা চাইলে Premium Design এর Template কিনে ব্যবহার করতে পারেন যেমন আমি Premium Blogspot Template গুলো ৩০% Discount এ বিক্রী করে থাকি চাইলে আমার থেকেও কিনে নিতে পারেন তবে যারা কোর্সে অংশ গ্রহন করবে তারা ১০ টি Premium Template Gift পাবেন তাই আপাদত কেনার কোন ঝামেলা নেই।

তাহলে চলুন আজকের টিউটোরিয়াল দেখে নেওয়া যাক যেভাবে একটি সাইটে Template যুক্ত করতে হয়

প্রথমে Blogger.Com থেকে DashBoard এ চলে যান এবং Theme Menu তে প্রবেশ করুন।

Edit HTML বাটনে ক্লিক করুন।
এখানে আপনি যে কোড দেখতে পাচ্ছেন তা সব Delete করে দিন।
এবার নিচের লিংক থেকে  WeGenius.txt ফাইল টি ডাউনলোড করে নিন।


.txt ফাইলটি ডাউনলোড হয়ে গেলে পুরো কোড কপি করুন।
টিক দেওয়া খালি জায়গায় কোড টি Paste করুন।
Paste করা হয়ে গেলে View Blog এ ক্লিক করে দেখে নিন তবে পোষ্ট করা না থাকলে দেখতে ভালো লাগবেনা। তবে নিচে Demo  ScreenShort দেওয়া হলো।

এই হলো আমাদের সাইট।
আবার Theme Menu তে যান Click Here দিয়ে দেখানো Setting Icon এ ক্লিক করুন।
No, Show Dekstop Theme On Mobile Device. নির্বাচন করে Save বাটনে ক্লিক করুন।

ব্যস হয়ে গেল আমাদের Template Installations.

আর এর সাথেই শেষ হচ্ছে আমাদের ২য় পর্ব।
আগামী পর্ব দেখার অগ্রীম আমন্ত্রন রইলো।
সবাই ভালো থাকবেন।
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

সৌজন্যেঃ