হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে আলোচনা করবো বাংলাদেশে অবস্থিত অবস্থায় যেভাবে ব্যবহার করতে হয় আমেরিকান নাম্বার এবং পৃথিবীর যে কোন প্রান্তে যে কোন ধরনের মোবাইলে সেই নাম্বার ব্যবহার করে কল দিয়ে কথা বলা যায় আর বোনাস হিসাবে পাবেন ৩০ মিনিট।


কেইচ্চা লাগে কনছে ইগ গা রে কল দিবার লাই রুহু দিয়া লাইয়ের কিন্তু হিতি কর আর মোবাইলেত তে রিচার্জ কইর বার লাই অহন আই কিত্তাম রিচার্জ কন্ডে হাইতাম। যিগারে ফোন দিমু হিয়া ইমো, ভাইবার, ফেসবুক চালাইতো হারে না হিচার ফোন তো। 😷

হ্যা যদি আপনি ও এই পরিস্থিতে পড়ে থাকেন তবে পোস্ট টা আপনার জন্য।

ধরুন আপনার মোবাইলে MB রয়েছে কিন্তু টাকা নেই কল দেওয়ার জন্য তখন হয়তো আপনি কাউকে কল দিতে পারবেন না।
কিন্তু কেমন হতো যদি আপনি যে কোন সাধারণ মোবাইলে আপনার সেই MB খরচ করে কল দিতে পারেন তাও আবার শুধু বাংলাদেশে নয় যে কোন দেশে।

অথবা ধরুন কেউ আপনাকে কল দিয়ে জ্বালাচ্ছে কিন্তু আপনার নাম্বার টি দিয়ে কল দিতে পারবেন না তবে আপনি চাইলে এই মেথডে কল দিতে পারবেন USA নাম্বার দিয়ে এতে গোপন থাকবে আপনার আসল পরিচয় খুজে নিতে পারবেন সেই প্রশ্নবোধক লোকটিকে।

➡ সাথে থাকবে যেভাবে বাংলাদেশে থেকেও বিদেশী নাম্বার ব্যবহার করা যায়।
➡ যেভাবে নিজের নাম্বার গোপন রেখে আলাদা আলাদা নাম্বার ব্যবহার করতে হয়।

তাহলে মূল প্রসংগে যাওয়া যাকঃ

কাজটি করতে আপনার প্রয়োজন হবে একটি Android ডিভাইস , ইন্টারনেট কানেকশন এবং একটি App.


প্রথমে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।


ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে ফেলুন আর ইন্সটল হয়ে গেলে Open করুন তাহলে উপরের মত দেখাবে লাল চিহ্নিত ঘরে ক্লিক করুন।  তারপর বাংলাদেশ Select করে আপনার মোবাইল নাম্বার টি দিন এবং Next বাটনে ক্লিক করুন।অথবা নিচের ছবিটি লক্ষ্য করুন।


এবার বাংলাদেশ Select করুন আর আপনি যদি অন্য কোন দেশ এর হয়ে থাকেন তবে আপনার দেশ Select করুন।



আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড যাবে তা  বসাতে হবে নিচের ছবিটিতে দেখানো ঘরে।



এবার সব হয়ে গেলে Wallet এ ক্লিক করুন ।

আমি কিছুটা ব্যালেন্স খরচ করায় কম দেখাচ্ছে তবে আপনি পাবেন ৩০ সেন্ট যা দিয়ে ৩০ মিনিট কথা বলতে পারবেন বাংলাদেশ সহ যে কোন দেশে আমেরিকার নাম্বার দিয়ে । কল করতে হবে এই এপ ব্যবহার করে এরপর ও যদি কারো সমস্যা থাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।

বিঃদ্রঃ এই ট্রিক শুধু জানার জন্য উপস্থাপন করা হয়েছে তাই একে খারাপ কাজে ব্যবহার করলে আমি কিংবা আমার সাইট কোনভাবে দায়ী নয়।

আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।