হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি Blogger Course Part 4 নিয়ে আজকের আলোচ্য বিষয় হলো আপনার শখের Blog Site টি যেভাবে Google এর Search Engine এর জন্য Submit করবেন।


Google এর Search Engine এ সাইট সাবমিট করলে আপনি পেতে পারেন আপনার সাইটের জন্য ভালো পরিমান ট্রাফিক।

আরো বুঝিয়ে বলছি আপনি একটি সাইট তৈরী করলেন কিন্তু কাউকে জানালেন না তবে কিন্তু আপনি শুধু একজন Visitor থাকবেন সাইটে তবে আপনি যদি আপনার বন্ধুদের সাথে সাইটের লিংক শেয়ার করেন দেখা যাবে আপনার Visitor বাড়বে কারণ আপনার বন্ধুরাই তখন Visit করবে কারন তারা জেনে গেল যে আপনার একটি সাইট আছে এবং সেখানে আপনার আর্টিকেল প্রকাশ করা হয়।

ঠিক তেমনি আপনার সাইটের যত প্রচারনা বাড়বে আপনার  সাইটের Visitor ও বাড়তে থাকবে।
আর Google এমন একটি মাধ্যম যেখানে মানুষ তার প্রয়োজনের জিনিস গুলো খুজে থাকে আর গুগল তার Search করা উত্তর খুজে দেয়। ঠিক তেমনি আপনি যদি আপনার সাইট গুগলে Submit করেন তবে আপনার সাইটে রয়েছে এমন কিছু যদি কেউ গুগলে সার্চ করে তবে গুগল আপনার সাইটের কন্টেন্ট তাদের কাছে তুলে ধরবে।
আর এর জন্য আপনি পেতে পারেন  Rangking।
আর সবাই চায় তাদের সাইট একটি ভালো Rangking থাকুক।


গুগলে সাইট সাবমিট করার পদ্ধতি নিচে উপস্থাপন করা হলোঃ

প্রথমে নিচের লিংকে যে কোন Browser দিয়ে প্রবেশ করুন। মনে রাখবেন নিচের লিংকে যাওয়ার আগে আপনার Browser এ Gmail Account  Login করে নিবেন।

Goggle Search Console

উপরের লিংকে প্রবেশ করলে নিচের মত দেখতে পাবেন।

আপনার সাইটের Domain Name দিন এবং Continue বাটনে ক্লিক করুন।



একটু অপেক্ষা করুন।


Html Tag এ গিয়ে চিত্রে দেখানো Meta Code টি Copy করুন।


 এবার আপনার Blogspot DashBoard থেকে Theme Setting এ যান এবং Edit HTML বাটনে ক্লিক করুন।

আপনার কপি করা কোড টি অবশ্যই <head> Tag এর ভিতর Paste করবেন  </head> Tag এর বাহিরে যাতে না যায় লক্ষ রাখবেন।


এবার Save Theme বাটনে ক্লিক করুন।


এবার আবার Google Search Console এ গিয়ে Verify বাটনে ক্লিক করুন।


 OwnerShip Verified ম্যাসেজ আসবে এবার আপনি Go To Property বাটনে ক্লিক করুন।

এই হয়ে গেল Google Search Engine এ সাবমিট করা এরপর আপনি Sitemaps এ ক্লিক করুন।
এবার খালি ঘরে নিচের লিংক টি কপি করে Paste করে দিবেন তাহলেই কেল্লা ফতে।

/atom.xml?redirect=false&start-index=1&max-results=500

তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

সৌজন্যে: Cyber Prince