হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আজ হাজির হয়েছি বাংলালিংক সিমের ছোট্ট ট্রিক খাটিয়ে যেভাবে ফ্রি তে 45MB করে নিবেন প্রতিদিন তা উপস্থাপনা করতে তবে চলুন শুরু করা যাক।





প্রথমেই বলে নেই এখানে টাকা লাগছেনা শুধু লাগবে মেয়াদ আছে এমন Banglalink Sim আর নেট চালানো যায় এমন মোবাইল জাভা হলেও সমস্যা নাই।
তবে শর্ত একটাই কাস্টমার কেয়ারে কল করে এ ব্যাপারে সাহায্য চাইতে পারবেন না 😂


প্রথম যে ট্রিক রয়েছে তার মাধ্যমে পাবেন 20MB প্রতিদিন বা প্রতি ২৪ ঘন্টা পরপর।

প্রথমে আপনার মোবাইলের Dial Pad এ চলে যান এবং নিচের নাম্বার লিখে Call বাটন চাপুন।


*5000*33# লিখে Call দিন তাহলে ফ্রি তে 20MB পাবেন ম্যাসেজ না আসলেও সমস্যা নাই MB চেক করলে দেখবেন 20MB যোগ হয়ে গিয়েছে।




বলেছিলাম 45MB এর কথা অথচ দিলাম কিনা 20MB নেওয়ার ট্রিক চিন্তা করবেন না বাকী 25MB নিবেন যেভাবে নিচে দেখুন।

তবে তার আগে একটা ব্যাপার পরিষ্কার করে বলে নেই আপনাকে একটি লিংকে প্রবেশ করতে হবে যা Banglalink এর অফিশায়ল। এবং পরবর্তীতে যা করতে হবে তা হলো আগে যদি Eselfcare এ Registraion না করে থাকেন তবে Registraion করতে হবে আর প্রথমবার Registration করলে আপনি পাবেন 100MB Bonus.

আর যদি আগে Registraion করা থাকে তবে প্রতিদিন Login করলে পাবেন 25 MB করে।

কি এবার হইলো তো 45MB এবার আপনি প্রতিদিন 45 MB করে ফ্রি নিতে পারবেন।



25MB নিতে হলে যে লিংকে গিয়ে Registraion কিংবা Signup করতে হবে তা নিচে দেওয়া হলো।

Free 25MB Link

আশা করি  আপনারা এগুলো করে ফেলতে পারবেন তাই বিস্তারিত লিখলাম না। আপনি লগিন করার কিছুক্ষনের মধ্যে MB পাবেন আর ঐ একই লিংকে চেক করতে পারবেন।



পোষ্টটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।

আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ Cyber Prince