Media Player Classic অনেকটা Windows Media Player এর মত সিম্পল দেখতে হলেও এতে রয়েছে অনেক ফিচার চলুন সংক্ষিপ্তভাবে জেনে নেওয়া যাক।
Media Player Classic একটি Open Source ফ্রি সফটওয়্যার ৩২বিট কিংবা ৬৪বিট এর উইন্ডোজ এর জন্য।
এই প্লেয়ার টি দেখতে Windows Media Player 6.4 এর মত। তবে এর ফিচার অনেক বেশী তাই অনেকের পছন্দের তালিকাতে রয়েছে MPC.
এই প্লেয়ার টি ডেভেলপ করেছেন Gabest এবং প্রথম প্রকাশ করা হয় মে মাসের ৩ তারিখ ২০০৩ ইং সালে।
এতা C++ দিয়ে তৈরী আর বর্তমানে আপনি ৩২ কিংবা ৬৪ বিট এর উইন্ডোজ থেকে চালাতে পারবেন।
২০১৭ সালের পর Media Player Classic কে আর আপডেট করা হয় নি অফিশিয়ালভাবে। কিন্তু এই সফটওয়্যার টি এত প্রিয় হয়ে উঠে যে কিছু Fan এটাকে আপডেট করে আরো ফিচার যুক্ত করে।
এবং সবশেষে Media Player Classic - Home Cinema নামে প্রকাশ করে। যা বর্তমানে আপনারা অনেকেই আপডেট ভার্সন হিসাবে ব্যবহার করছেন।
আপনার পিসির Resource কম খরচ করে কিন্তু Performance ভালো দেয়। আর প্রায় সকল Format এর Media Support করে। আর আপনি চাইলে Player ইন্সটল না করে এর Codec যে কোন Media Player গুলোতে যুক্ত করতে পারবেন। যেমন ধরুনঃ- Windows Media Player.
Unique to MPC-HC:
**********************
– File management commands like Delete to Recycle Bin, Open file location, Add containing folder
– Jump to Beginning of playback using the Home key
– Repeat mode: Repeat File/Repeat entire playlist
– Ability to use Video Overlay Mixer
– Natively integrates LAV Filters (MPC-BE can use them thru External filters)
– Stereo crossfeed feature (for headphones)
Unique to MPC-BE:
********************
– Ability to skip DVD menus/ads and directly play the main title
– Live preview thumbnails for seek bar
– Can natively stream and download YouTube videos in a user-specified format
– Extra sharp GPU-based video resizing options
– Load external audio for video files
আপনি যদি MPC - Home Cinema ব্যবহার করে দেখতে চান তবে নিচে লিংক।
Media Player Classic – Home Cinema । Mirror {64 Bit}
Size: 19MB
Media Player Classic – Home Cinema | Mirror {32 Bit}
Size: 11MB
Follow Us