Action - Live Stream 4K দিয়ে আপনি stream করতে পারবেন আপনার gameplay, web player videos, record music, capture screenshots, add webcams, microphone commentary ইত্যাদি।
Action - Live STream 4K সফটওয়্যারটি আপনাকে দিবে Smooth Record কিংবা Live STream করার সুবিধা। আর আপনি যদি OBS, Streamlabs এর মত জনপ্রিয় সফটওয়্যার দিয়ে ভালো ফলাফল না পেয়ে থাকেন তবে এটা Try করুন।
আমাদের আজকের আর্টিকেল টি মূলত তাদের জন্য, যারা Live Stream, Gameplay Record করতে গেলে পিসির Performance এর সমস্যা দেখা দেয়। তারা এই সফটওয়্যার টি ব্যবহার করুন আপনি Live Stream এবং Gameplay একই পিসি থেকে করলেও পিসি Performance ভালো দিবে সম্পূর্ণ Smooth অভিজ্ঞতা পাবেন। তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক আজকের আয়োজন।
Action - Live Stream 4K Features:
এতে রয়েছ সম্পূর্ণ স্টাইলিশ এবং User Friendly Interface. বিল্ড রয়েছে Screen এবং Gameplay File Manager.
নির্দিষ্ট একটি Window নির্বাচন করতে পারবেন এর ফলে আপনি অন্য যাই করেন না কেন তাই Recording কিংবা Live Stream তা আসবেনা। শুধু মাত্র আপনার নির্বাচন করা Window টি কাজ করবে তখন।
HD কিংবা 4K ভিডিও সাপোর্ট করে আর পাশাপাশি আপনাকে দিবে Highperformance এবং Real Time Gameplay করতে। উপরের HUD থেকে আপনি দেখতে পাবেন live Frame কিংবা অন্যান্য তথ্য সমূহ।
জনপ্রিয় সকল প্লাটফর্ম গুলোতে লাইভ স্ট্রিম করা যাবে যেমনঃ- twitch.tv, YouTube, Smashcast (hitbox), Ustream, Livestream, Facebook, Aliez ইত্যাদি। এছাড়াও আপনার রেকোর্ড করা ভিডিও গুলো সরাসরি আপলোড করা যাবে সফটওয়্যার থেকে।
এখন আর Miss হবে না গেমি এর আকর্ষনীয় মুহুর্তগুলো। আপনি মাত্র দুটো Key Press করার মাধ্যমে রেকোর্ড চালু করতে পারবেন।
High Resolution এর ভিডিও তৈরী করতে পারবেন 2K, 3K, 4K পর্যন্ত Single Display এর ক্ষেত্রে Mp4 এবং Avi Format এর জন্য।
আর যদি 8k নিয়ে কাজ করতে চান তাও পারবেন তবে AVI Format ব্যবহার করে।
Software টি Intel® RealSense™ technology! এর সাথে চালানো শুরু করুন। তাহলে এর সুবিধা হিসাবে পাবেন Automatic Background Remove এর মত দরকারী একটি Feature.
আপনার Gameplay Record এর সময় যুক্ত করতে পারবেন Outstanding Slow Motion Effect.
120 fps রেকোর্ডিং সেটিংস থেকে এই ফিচার টি চালু করতে পারবেন।
আপনি যে কোন ডিভাইস থেকে গেমস শেয়ার করতে পারবেন। পাশাপাশি জনপ্রিয় সকল প্লাটফর্ম গুলোতে লাইভ করতে পারবেন অথবা সরাসরি ভিডিও আপলোড করতে পারবেন।
এই সফটওয়্যার টির সকল কিছু মোবাইল দিয়ে Control করার জন্য রয়েছে Action RCU Application.
যা ব্যবহার করে মোবাইল থেকেই Start, Pause, Resume, Live, Record এর মত ফিচার গুলো Control করতে পারবেন।
Action - Live Stream 4K Buy And Download:
আপনি যদি সঠিক উপায়ে সফটওয়্যার টি ক্রয় করে ব্যবহার করতে চান তবে নিচে লিংক।
Buy Action - 29.95 USD
আর অন্যদিকে যারা ক্রয় করে চালাতে পারবেন না তারা চাইলে আমার আপলোড করা প্রিমিয়াম ভার্সন টি ডাউনলোড করতে পারেন। তবে ডাউনলোড নিজ দায়িত্বে করবেন।
Size: 90MB
Password: DarkMagician.Xyz
যদি আর্টিকেল টি আপনার উপকারে আসে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের জানাতে ভুলবেন না কিন্তু।
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।
Author: Cyber Prince
Follow Us