Best Android Emulator For PC আজকের আর্টিকেল টিতে সেরা Android Emulator এর তালিকা প্রকাশ করতে যাচ্ছি। তাই আপনিও যদি জানতে চান তবে দেরী না করে চলুন শুরু করা যাক।




Best Android Emulator For PC: মূলত তিনটি কারনে আমরা Android Emulator ব্যবহার করে থাকি। প্রথমত Android Games গুলো PC থেকে খেলার জন্য। আর সবথেকে বড় সুবিধা হলো কী বোর্ড মাউস ব্যবহার করা। যেমন ধরুনঃ PUBG Mobile, Free Fire etc.
বিশেষ App ব্যবহার করার জন্য কিংবা App Development এর সময় App Test করার জন্য।

যদিও আরো অনেক কারন থাকতে পারে তবে আমার জন্য উপরের তিনটি কারন যথেষ্ট।




Gameloop হলো PUBG Mobile কিংবা Tencent এর অফিশিয়াল Emulator.

আশা করি Gameloop এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার মত কিছু নাই আপনারা কম বেশী সবাই এর সাথে পরিচিত।
তবে যারা এখনো ব্যবহার করেন নি তারা চাইলে দেখে নিতে পারেন নিচের Requirements.

Game Loop Tencent Minimum Requirement:


CPU: Dual-core from Intel or AMD at 1.8 GHz.

GPU: NVIDIA GeForce 8600/9600GT, ATI/AMD Radeon HD2600/3600.
Memory: at least 3GB of RAM
OS: Windows 10, 8.1, 8 and 7
DirectX: Version 9.0c
Storage: 1GB of free storage

এবার আপনি যদি ডাউনলোড করতে চান তবে নিচে লিংকঃ

Gameloop Download



Smart Gaga হচ্ছে Low Requirements পিসির জন্য সেরা Emulator.

Smart GaGa Emulator ডেভেলপ করেছে Titan Project এবং প্রধান ফিচার হলো এটা কোন প্রকার virtualization ব্যবহার না করেই চলতে পারে তাই এটা Emulator এর জগতে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। Smart GaGa Turbo GPU technology ব্যবহার করে চলে তাই আপনি Smoothly 2GB Ram এর পিসিতেও গেমিং করতে পারবেন। আপনি Drag and Drop এর মাধ্যমে ইন্সটল করতে পারবেন FPS গেমস গুলোতে key AutoMaping হয়ে যাবে।

SmartGaGa System Requirements


CPU: AMD/Intel Dual Core

RAM: at least 2GB (Recommended 4GB)
OS: Runs on Windows 10, Windows 8, Windows 7, Windows Vista, XP.
GPU: DirectX 11 supported GPU or graphics card.
Disk space: 1GB at least (5GB recommended)

আপনি চাইলে FreeFire, Pubg Mobile, Call Of Duty, Asphalt এর মত গেমস গুলো খেলতে পারবেন আপনার Low End PC থেকে তাই বলা যায় Smart GaGa অনেক উপকারী হবে যাদের পিসির কনফিগ কম তাদের জন্য।

Smart Gaga KitKat Version
Download
Size: 202 MB

Smart Gaga Nougat Version
Download
Size: 282 MB


LD Player বর্তমানে PUBG খেলার জন্য Best একটি Emulator.

LD Player 7.1 (Nougat) আপনি চাইলে গেমস খেলার পাশাপাশি অন্যান্য কাজ করতে পারবেন।
এটা অনেক ভালো মানের Emulator যদি আপনার PC Requirement ভালো থাকে তবে ব্যবহার করে দেখতে পারেন। আর এতে যে সকল ফিচার আপনি পাবেন তা হলো keyboard mapping controls, multi-instance, macros, high FPS, and graphical support.
এটা সেরার তালিকাতে থাকা EMulator যার আপডেট আপনি প্রতি মাসেই পেয়ে যাবেন।
LD Player এর কিছু পারফরমেন্স বাড়ানো হয়েছে Free Fire এর জন্য যার ফলে আপনি সহজেই Head Short মারতে পারবেন। আর এ কারনে জনপ্রিয় হয়ে উঠেছে Free Fire প্রেমীদের কাছে।




Minimum System Requirements




Intel or AMD CPU Processor x86 / x86_64

Windows XP XP3 / Win7 / Win8 / Win8.1 / Win10

Windows DirectX 11 / Graphics driver with OpenGL 2.0

Minimum 4GB of system memory (RAM)

Minimum 36GB of free hard disk space

Hardware Virtualization Technology (Intel VT-x/AMD-V) enabled in BIOS

Recommended Specifications for LDPlayer

CPU: Intel i5 7500

RAM: 8GB

Disk Space: 100GB

Graphics Driver: NVIDIA GeForce GTX 750 Ti


LD Player Nougat 7.1
Download 
Size: 412 MB

LD Player Kitkat 5.1
Download 
Size: 305 MB





Bluestacks বড় লোকের Emulator

তাদের দাবী তারা যে কোন Android মোবাইল এর থেকে ৬ গুন Fast. 
তবে তাদের ফিচার অসাধারন।
আপনি ইচ্ছে মত গেমস Control সাজিয়ে নিতে পারবেন।
এর গেমিং Performance ভালো 
মাল্টি উইন্ডো গেমিং কিংবা HD Gaming এর জন্য একে আরো উন্নত করা হয়েছে তাই আগের থেকে ভালো পারফরমেন্স পাবেন এখন আপনি PUBG Mobile কিংবা FreeFire, Call OF Duty এর মত গেমস গুলো নিশ্চিন্তে খেলতে পারবেন কারন আপনি 60FPS পর্যন্ত পাবেন।


Minimum system requirements

OS: Microsoft Windows 7 and above.
Processor:  Intel or AMD Processor.
RAM: Your PC must have at least 2GB of RAM. (Note that having 2GB or more disk space is not a substitute for RAM)
HDD: 5GB Free Disk Space.
You must be an Administrator on your PC. 

Up to date graphics drivers from Microsoft or the chipset vendor.


Recommended system requirements

OS: Microsoft Windows 10
Processor: Intel or AMD Multi-Core Processor with Single Thread PassMark score > 1000 and virtualization extensions enabled in the BIOS (see help). Click on this link to find the single thread Passmark score of your PC's processor.
Graphics: Intel/Nvidia/ATI, Onboard or Discrete controller with PassMark score >= 750. Click on this link to find the Passmark score of your PC's graphics controller.
RAM: 8GB or higher
HDD: SSD (or Fusion/Hybrid Drives) 
Internet: Broadband connection to access games, accounts and related content.
Up to date graphics drivers from Microsoft or the chipset vendor.



Download For 64bit
Size: 541 Mb

Download For 32 bit
Size: 532 MB

এছাড়াও আরো অনেক Emulator রয়েছে তবে আজকে সময়ের জন্য সবগুলো বিস্তারিত লেখা সম্ভব হয়নি তাই এর পার্ট-২ সময় করে প্রকাশ করবো।

যেমনঃ

Android Studio’s emulator
ARChon
Bliss OS
Genymotion
MEmu
Nox
Phoenix OS
PrimeOS
Remix OS Player
Xamarin
YouWave
Build your own

আশা করি অনেকের কাজে আসবে। তাহলে ভালো থাকবেন।
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
আমার আর্টিকেল যদি আপনার ভালো লাগে তবে নিচের লিংকে গিয়ে ফলো কিংবা Contact করতে পারেন।


লেখকঃ ইসমাঈল হোসেন ( সৌরভ )