Facebook যা আমাদের নিত্য দিনের সঙ্গী। আর তাই এবার কোন প্রকার Emulator অথবা Browser ছাড়াই ব্যবহার করুন Facebook Messenger Desktop App.
Facebook Messenger Desktop App: আমরা অধিকাংশ মানুষ Facebook ব্যবহার করে থাকি মোবাইল থেকে। আর এখানে APP ব্যবহারকারীর সংখ্যাই বেশী হবে।
তবে এটা বলছিনা যে ব্রাইউজার দিয়ে মোবাইলে কেউ ব্যবহার করে না। Browser দিয়েও অনেকে Facebook চালিয়ে থাকে।
তবে যদি PC ব্যবহারকারীদের কথা যদি বলা হয়। তবে দেখা যাবে অধিকাংশরাই যে কোন Browser ব্যবহার করে থাকে।
তবে হ্যা আপনি কিন্তু চাইলেই Desktop এর জন্য তৈরী Messenger Software টি ব্যবহার করতে পারেন। আপনার কাজ হবে শুধু নিচের দেওয়া লিংক থেকে Install এবং Download এর কার্য সম্পাদন করা।
আর তাহলে আপনিও ব্যবহার করতে পারবেন Facebook এর অফিশিয়াল APP টি।
যে সব সুবিধা আপনি পাচ্ছেনঃ
Facebook Messenger Desktop App আপনাকে মোবাইলের App এর মত সকল ফিচার ব্যবহার করতে দিবে।
আপনি সোশ্যাল কমিউনিটির সাথে যোগাযোগ করার কাজে ব্যবহার করতে পারবেন।
দ্রুত গতিতে কাজ করার পাশাপাশি Video Chatting এবং Multitask সুবিধা পাবেন।
High Quality তে Host হয়ে গ্রুপ মিলে একসাথে Video Chatting করতে পারবেন।
সাথে পাচ্ছেন Dark Low Light Feature যা আপনার ব্যবহারে এনে দিবে নতুন মাত্রা।
আর Emoji তো থাকছেই তাই আপনি চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এই Facebook Messenger Desktop App টি।
এছাড়াও এই Facebook Messenger Desktop App সম্পর্কে আরো জানতে ঘুরে আসতে পারেন নিচের লিংকে।
Privacy Policy: https://www.facebook.com/about/privacy/ LEARN MORE at http://messenger.com
যাই হোক আপনি যদি ডাউনলোড এবং Install করতে চান আপনার শখের কম্পিউটারে তবে নিচের লিংক থেকে সংগ্রহ করুন।
Messenger Download For Windows
Download Messener For MacOS
তাহলে ভালো থাকবেন। দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।
লেখকঃ ইসমাঈল হোসেন (সৌরভ)
WebSite | Page | Group
Follow Us