আপনার কি মোবাইলে MB দরকার। তাহলে সময় থাকতে নিয়ে নিন আনলিমিটেড Banglalink Free MB.

Banglalink Free Unlimited MB আপনারা অনেকেই  Banglalink Sim ব্যবহার করেন।
তারা চাইলে ছোট্ট একটি ট্রিক কাজে লাগিয়ে MB Free তে নিতে পারবেন।

আপনার MB গুলো নিতে কোন প্রকার চার্জ কাটবে না। আর এই অফার কিংবা Banglalink এর সমস্যা কতক্ষন থাকবে জানা নেই।

তাই আপনি যদি এখন সময় বেশী খরচ করেন তবে আপনার লস। বলা তো যায় না কখন আবার বন্ধ হয়ে যায়।

আর জানিয়ে রাখা ভালো হবে এটা সাময়িক ত্রুটির কারনে পাচ্ছেন। তাই যে কোন সময় তাদের সার্ভার এর সমস্যা সমাধান হয়ে যেতে পারে।

তাই পরবর্তীতে যারা দেরী করে আর্টিকেল টি পড়ছেন তারা না পেলে আমার কিছু করার নেই।
আপনি যেভাবে আনলিমিটেড MB নিতে পারবেন দেখে নিন।

প্রথমে আপনি নিচের দেওয়া লিংকে প্রবেশ করুন।

Banglalink Free Unlimited MB

এখানে ক্লিক করুন


লিংকে প্রবেশ করলে আপনি উপরের মত একটি পেজ দেখতে পাবেন। আপনার কাজ হচ্ছে খালি ঘরে আপনার Banglalink Number টা প্রবেশ করানো। এবং Submit বাটনে ক্লিক করা।
সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি উপরের চিত্রের মত পেজ পাবেন। আপনার মোবাইল নাম্বার টি কাছে রাখুন। কারন সেখানে একটি OTP যাবে। 

সহজ কথায় আপনাকে নাম্বার Confirm করতে হবে। তাই উপরের খালি ঘরে আপনার মোবাইল নাম্বারে পাঠানো ৬ অক্ষরের কোড টি লিখুন। এবং সবশেষে Send বাটনে ক্লিক করুন।
যদি সঠিক ভাবে OTP দিয়ে থাকেন তবে একটি ম্যাসেজ পাবেন। ম্যাসেজে আপনাকে জানিয়ে দেওয়া হবে Banglalink Free Unlimited MB 500MB পাওয়ার Details.

যার মেয়াদ থাকবে চার দিন। উপরে যে প্রসেস টি দেখানো হয়েছে ঠিক একই ভাবে তা আবার করুন।

এভাবে করতেই থাকুন যতক্ষন পর্যন্ত না Banglalink এর দৃষ্টি এদিকে আসে।



যাই হোক আমি ৩ বার নিয়েছি হয়তো আরো নিতে পারতাম। কিন্তু তার আগে আপনাদের জন্য ট্রিক লিখতে বসে গেলাম।

তাই যদি কারো উপকারে আসে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন।

তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।
লেখকঃ ইসমাঈল হোসেন (সৌরভ)