Maxthon
এই ব্রাউজার টিতে রয়েছে ইউনিক সকল ফিচার। আর এর Cloud ফিচারের জন্য অনেকের পছন্দের Browser. আপনার যে কোন Device এর ডাটা ব্যবহার করতে শুধু একাউন্ট টা লগিন করতে হবে।
তাদের Cloud সার্ভিসের আরেকটি ফিচারের নাম হলো Cloud Push. যার সুবিধা হলো যেকোনো কনটেন্ট আপনার বন্ধুদের সাথে Mail বা Text Message এর মাধ্যমে শেয়ার করতে পারবেন। এছাড়াও তারা Multiplatform Support করে Data Share করার জন্য।
Cloud Base আর সাথে রয়েছে এর দ্রুত গতির অভিজ্ঞতা। যা আপনি ব্যবহার না করলে বুঝতে পারবেন না।
Youtube Video আপনি চাইলে Pop-Up Player মাধ্যমে চালাতে পারবেন। আর যদি Download করতে চান তবে Build Download Manager.
আরো কিছু Tools রয়েছে যেমন আপনার চোখকে সুরক্ষা রাখার ফিচার। আর Screen Capture এবং Screen Recorder Tools যা আপনার কাজ সহজ করে দিবে।
রয়েছে Build in RSS reader, Notepad , Password Manager , Virtual Mainbox এবং Adblock Plus. এছাড়াও ব্রাউজারে রয়েছে একটি Reader Mode যেটার মাধ্যমে যেকোনো আর্টিকেল বা পেপাল আপনি সাচ্ছন্দ্যে পড়তে পারবেন।
আপনার পাসওয়ার্ড একবার প্রবেশ করালেই সঞ্চয় করে রাখবে। তাই বারবার লেখার ঝামেলা থেকে আপনি মুক্ত।
আপনার জন্য Incognito Mode রয়েছে যাতে আপনি আপনার Private Browsing গুলো চালিয়ে যেতে পারেন।
Maxthon Browser একই সাথে দুটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে Trident এবং আরেকটি হচ্ছে WebKit, যেগুলো Internet Explorer এবং Safari Browser গুলোতে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে।
এবার আপনি যদি কম্পিউটার কিংবা Android মোবাইলের জন্য ডাউনলোড করতে চান নিচে লিংক।
Follow Us