লুডু খেলতে তো আমরা কম বেশী সবাই পছন্দ করি। তবে আপনারা জেনে থাকবেন তাতে থাকে অনেক এড যা আমাদের খেলার সময় অনেক ডাটা খরচ করে থাকে আর অনেকটা বিরক্তির বিষয় তাই বানানো হয়েছে এড বিহীন এই লাইট ভার্সন গেমস টি।
লাইট ভার্সন এ জন্যই বলছি কারন গেমস টির সাইজ মাত্র 1 MB.
ভাবছেন ১ MB তে আর কি থাকবে তাদের জন্য উল্লেখ করছি এখানেও আপনি সব পাবেন যা লুডু কিং কিংবা অন্য গুলোতে পাচ্ছেন, এর মানে হলো সকল ফিচার এই এক MB তে পেয়ে যাবেন।
এটা মূলত মাল্টিপ্লেয়ার গেমস তাই যারা অফলাইনে খেলতে ইচ্ছুক তাদের অবশ্যই প্রথমে ডাটা চালু করে লোডিং না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর লোডিং শেষ হলে ডাটা অফ করে খেলা শুরু করতে পারবেন অফলাইনে।
আশা করি আপনাদের ভালো লাগবে তবে ভালো লাগলে প্লে স্টোরে রিভিউ কিংবা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
তাহলে ডাউনলোড করে লাইট ভার্সনের লুডু গেমসটি সাইজ মাত্র 1MB.
অবশ্যই ডাউনলোড করে সাপোর্ট করবেন আমাদের তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স
Follow Us