হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মজার একটি ট্রিক নিয়ে যা দিয়ে আপনি চাইলে আপনার Windows 10 এর Start Menu বদলে নিয়ে Windows 7 এর Start Menu ব্যবহার করতে পারবেন।
প্রথমেই বলে নেই আমার কাছে Windows 10 থেকে Windows 7 ব্যবহার করতে ভালো লাগতো কিন্তু আপনার হয়তো জেনে থাকবেন যে মাইক্রোসফট কোম্পানী Windows 7 এর সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে তাই আমার মতে Windows 7 ব্যবহার করাটা বিপদজনক বলে মনে হয় তাই যুগের সাথে তাল মিলিয়ে আপডেট হলাম Windows 10 এর সাথে কিন্তু এর Start Menu আমার ভালো লাগে তবে Windows 7 এর Start Menu টাই বেশী ভালো লাগে তাই সমাধান খুজতে থাকলাম এবং অবশেষে সহজ একটি সমাধান মিলে গেলো আর এই কাজটি করার জন্য দরকার হবে IOBIT কোম্পানীর ছোট্ট একটি সফটওয়্যার যার মূল্য 7.99$ Dollar যা টাকাতে কনভার্ট করলে ৬৭৭ টাকা কিন্তু চিন্তার কিছুই নেই আমি ফ্রি তে শেয়ার করছি।
আপনি আপনার মনের মত করে Customize করতে পারবেন তাই যেভাবে আপনার ভালো লাগবে সেভাবেই ব্যবহার করতে পারবেন সাথে একটি ছোট্ট ফিচার রয়েছে ScreenShot যা ব্যবহার করলেই বুঝতে পারবেন।
আপনি Search করার ক্ষেত্রে পাবেন আগের তুলনায় ভালো গতি আর সাথে আইকন চেঞ্জ করা Transparent করা ইত্যাদি সব ফিচার আর সাইজেও অনেক ছোট তাই ব্যবহারে বা ডাউনলোড করতে ঝামেলা হবেনা আশা করি আর সাথে প্রো ভার্সন করার ট্রিক তো নিচে দিয়েই দিচ্ছি।
নতুন আপডেটে যা যুক্ত হয়েছে তা হলো Customize Icon এবং কোন প্রকার Ads ছাড়া ব্যবহারের সুবিধা কি ডাউনলোড করবেন নাকি তাহলে নিচের লিংক থেকে ডাউনলোড করে ফেলুন।
ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে ফেলুন এবং সফটওয়্যার টি চালু করবেন না তাহলে কাজ হবে না।
আপনার পিসি থেকে Notepad চালু করুন তবে তা অবশ্যই Administrative মোড হতে হবে তারপর নিচের Directory তে চলে যান।
c:\Windows\System32\Drivers\etc\hosts
এবার নিচের লাইনটি যুক্ত করে দিন ব্যস আপনার কাজ শেষ।
127.0.0.1 sm.iobit.com
আর সবশেষে নিচের সিরিয়াল কি প্রবেশ করিয়ে এক্টিভ করে নিন আর বিনামূল্যে উপভোগ করুন এই ৬৭৭ টাকা মূল্যের সফটওয়্যারটি।
C3B3A-B8B5C-BD4C9-51BF5
তাহলে আর কি উপভোগ করুন।
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সৌরভ।
Follow Us