হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ অনেকদিন পর আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি DarkMagician ওয়েবসাইটের Pc Software নিয়ে থাকছে রিভিউ সাথে ডাউনলোড লিংক।



অনেকদিন ইন্টারনেট এ এক্টিভ না থাকায় আপনাদের নতুন কোন আর্টিকেল কিংবা টিপস উপহার দেওয়া হয়ে উঠেনি তাই ক্ষমা প্রার্থী তবে এবার চলে এসেছি আপনাদের জন্য ইউনিক সকল জিনিস শেয়ার করার প্রবল ইচ্ছা নিয়ে তাই ডার্ক ম্যাজিশিয়ান সাইটে প্রতিদিন একবার ভিজিট করে যেতে ভুলবেন না যেন বলা তা যায়না কখন কোন আপডেট আপনার জন্য অপেক্ষা করে বসে থাকবে।


যারা আমাকে ম্যাসেজ করে কিংবা কমেন্ট করে কিংবা টাইমলাইনে গিয়ে নতুন আপডেট কবে আসবে জিজ্ঞাসা করতেন তাদের জন্য রইলো মন থেকে ভালোবাসা এবং শুভ কামনা।
তাই আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আমার সদ্য বানানো একটি পিসি সফটওয়্যার উপহার দিতে আপনারা যারা আগে থেকেই আমার সাথে আছেন তারা হয়তো জেনে থাকবেন আমি সব সময় আপডেট কিছু শেয়ার করে থাকি যা অন্যরা করেনি আগে এমন কিছু নিয়ে।

এবার শখের বসে বানিয়ে ফেললাম এই পিসি সফটওয়্যার টি যা কিনা Dark Magician সাইটের অফিশিয়াল সফটওয়্যার হতে যাচ্ছে বর্তমানে Beta ভার্সন আপনাদের জন্য উন্মুক্ত করছি যাতে আপনারা আমাকে কিছুটা সাজেস্ট করতে পারেন যে ভাই ডিজাইন টা এমন করেন কিংবা বাগ থাকলে জানাতে পারেন এছাড়াও নানা সাজেশন যাতে আপনাদের মনের মত করে এই সফটওয়্যার টি বানাতে সক্ষম হতে পারি।

এবার থেকে পিসিতে লাগবে না কোন ব্রাউজার আপনাদের পছন্দের Dark Magician সাইটে প্রবেশ করার জন্য। কারন এতে থাকছে বিল্ড ব্রাউজার।

আপনি এর থেকে পাবেন সুপার লোডিং স্পিড।

সাথে সবার থেকে আলাদা একটা একটা ব্রাউজিং অভিজ্ঞতা যা সহসা আপনি ব্রাউজার থেকে পাবেন না।
তাহলে দেরী কেন এবার তাহলে ডাউনলোড করে নিন আপনার পিসির জন্য DarkMagician Software টি আর Surfing করুন সব থেকে দ্রুত গতিতে।

আপনাদের কথা মাথায় রেখে ফাইল সাইজ 40MB তে কম্প্রেস করার অনেক চেষ্টার পর সফল হয়েছি।




তাহলে ডাউনলোড করুন আর আপনার মতামত জানান কারন প্রথম সব কিছুতেই কম বেশী ভালো খারাপ থাকতে পারে তাই আপনারা আপনার মূল্যবান মতামত জানতে ভুলবেন না কিন্তু।

তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সৌরভ