Board Closing নিয়ে অনেকের মতামত শুনলাম তবে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি জয়েন করতে লাগবে ৯৬০ টাকা তারপর আপনার আবার জয়েন করাতে হবে তিনজনকে মাথা প্রতি ৯৬০*৩=২৮৮০ টাকা আর সাথে আপনার ৯৬০ টাকা সবমিলিয়ে ৩,৮৪০ টাকা তারপর আপনার আইডি এক্টিভ হবে।
আর যদি আপনি তিনজন কে রেফার না করতে পারেন তবে আইডি বন্ধ লস = গালি দুটোই পাবেন।
আরো সমস্যা হচ্ছে যে আপনি যে তিনজন কে জয়েন করাবেন সে তিনজন কে আবার আরো তিনজন কে জয়েন এবং এক্টিভ করাতে হবে নয়তো বাংলার বাশ আপনার পিছনে।
এবার আসি তিনজনকে এক্টিভ করাতে পারলে আপনার ডেইলি ইনকাম ৪০-৬০ টাকা।
আপনার কাজ Advertise দেখা তাহলে আপনার আয় হবে আর যদি আপনার আয় বাড়াতে হয় তবে আরো বেশী জনগনকে জয়েন করাতে হবে + এক্টিভ ও করাতে হবে।
তাহলে বেশী ইনকাম এর ক্ষেত্রে বেশী রেফার করা জরুরী।
এবার আসি আমার লজিকে,
ধরুন আজ আপনি এক্টিভ করলেন তিন চার মাস থেকে ১ বছর পর্যন্ত আপনার আয় হলো এরপর যদি কোম্পানি বন্ধ হয়ে যায় তখন আপনি কি করবেন।
হাতে হারিকেন গো*য়ায় বাশ নিয়ে তাদের খুজবেন।
কিন্তু এটা অনলাইন আজ যে Legit কাল সে Scam এটাই নেটের পরিস্থিতি।
আর আমি যতটুকু জেনেছি তারা এখন পর্যন্ত পেমেন্ট দিচ্ছে তবে যে কোন সময় বন্ধ করে দিতে পারে তাই যাদের কাজ করার ইচ্ছা আছে তাদের করতে না করছিনা শুধু আমার দেখা অভিজ্ঞতা শেয়ার করছি।
প্রথম প্রথম সকল সাইট গুলো পেমেন্ট করে কিন্তু যখন তাদের অনেক মেম্বার হয়ে যায় তখন তারা প্রচুর লাভ সহকারে নিজেদের ব্যবসা নিয়ে পালিয়ে যায়।
তখন আপনার অবস্থা ফান্দে পড়িয়া বগা কান্দেরে।
এমন অনেক মানুষ দেখেছি যারা অনলাইনে আয় করতে গিয়ে ফকির হয়ে গিয়েছে তাই আমি শুধু এটুকু বলবো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিওনা।
আবার দেখবেন অনলাইনে এমন লোক খুজে পাবেন যারা বলে থাকে ১ মাসে আমার আয় ১ লক্ষ কেউ আমার মত আয় করতে চাইলে যোগাযোগ করো।
এটা তাদের অনলাইনে প্রচারনার জন্য করে থাকে কারন আপনাকে জয়েন করাতে পারলে তার লাভ আসবে তাই অংক টা নিজে কষে লোভ দেখাচ্ছে।
এবার আসি আমার কেন এই ভিন্ন মতামত কারন হলো আমার দেখা ৮০% বাংলাদেশী সাইট গুলো ফেক হয়ে থাকে প্রথম প্রথম পেমেন্ট দেয় তারপর হারিয়ে যায়।
যারা অনলাইনে নতুন তারা বুঝে শুনে কাজ করবেন কারন এখানে প্রতারণা করার মত লোকের অভাব হয়না।
এবার আসি কেন আপনাকে তারা টাকা দিচ্ছে তারা মূলত আপনাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে যার বদলে ধরুন তারা ১০০ টাকা আয় হচ্ছে সেখান থেকে আপনাকে ৪০ দিচ্ছে তার মানে আপনার মাথায় কাঠাল ভেংগে খাচ্ছে কাজ করছেন কষ্ট করে আপনারা আর তারা বসে বসে পাচ্ছে।
একদিন হয়তো তাদের ইভেন্ট বন্ধ হয়ে যাবে আর তারা
আপনাকে কচুর আটি রান্না করতে দিয়ে বিদায় জানাবে তাই সাবধান থাকতে দোষ কি?
এবার আসি যাদের অনেক আয় হয় বলে চিল্লায় তাদের থেকে প্রেমেন্ট প্রুফ দেখে আসুন পারলে বলুন লাইভ পেমেন্ট নিয়ে দেখাতে দেখবেন তখন মুরগী ফাইসা যাইবো যদি ফেক হয়ে থাকে।
এবার আসি শিউর কিভাবে হবেনঃ
প্রথমে তাদের হেড অফিসে যান যারা কাজ করে তাদের চিনে রাখুন তাদের সম্পর্কে একটু ঘাটুন তারপর না হয় জয়েন দিয়েন।
নয়তো আম ছালা দুটোই যাবে।
আর যদি অনলাইনে ইনভেস্ট করে কাজ করতেই চান তবে আমার সাথে যোগাযোগ করুন যারা ১০-২০ বছর ধরে সাইট কিংবা ব্যবসা টিকিয়ে রাখতে পেরেছে পৃথিবী জুড়ে তাদের ঠিকানা দিয়ে দিবো।
আর একটা কথা বলে নেই নেট এ আয় হাতের মোয়া নয় তাই সতর্ক থাকুন।
আর পারলে ফ্রিল্যান্সিং এর কোর্স করুন এতে আজীবন আয়ের পথ হয়ে যাবে যা কখনো বন্ধ হবেনা।
তাহলে ভালো থাকুন দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।