হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি Wikipedia একাউন্ট খোলার টিউটোরিয়াল নিয়ে চলুন শুরু করা যাক।
Wikipedia নিয়ে বলার মত কিছু নেই এক কথায় এই সাইটটিতে পৃথিবীর কম বেশী সকল জিনিস সম্পর্কে আপনি জানতে পারবেন এমন সকল আর্টিকেল নিয়েই এই সাইটটি গঠিত এছাড়াও এর আর্টিকেল গুলো আপনার ভাষায়ও চাইলে আপনি পড়তে পারবেন।

এছাড়াও আপনি যদি চান যে আপনিও একজন লেখক হবেন WIkipedia সাইটের তবে আপনার একটি একাউন্ট থাকা জরুরী।তাহলে আপনি অনেক আর্টিকেল Edit করতে পারবেন সাথে নিজের আর্টিকেল এখানে প্রকাশ করতে পারবেন আছে আপলোডের সুবিধা আরো থাকবে নিজের একটি পেজ ক্রিয়েটের সুবিধা তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন করে নিন আপনার জন্য একটি একাউন্ট আজই।

তাহলে প্রথমে চলে যান নিচের লিংকে আর তৈরী করে ফেলুন নিজের একটি একাউন্ট আর সাথে আপনার তথ্য সেখানে দিয়ে অন্যদের জানতে সাহায্য করুন।


এবার আপনার ব্রাউজারে Wikipedia সাইট লোড হয়ে গেলে Create Account এ ক্লিক করুন।
এবার একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে এখানে আপনার সম্পূর্ন তথ্য দিয়ে পূরন করুন এবং সবশেষে Captcha পূরন করে Create Your Account এ ক্লিক করুন।
তাহলে হয়ে গেলো আপনার নিজের একটি Wikipedia একাউন্ট।


মোট কথা এই সাথে সব ধরনের তথ্য সংরক্ষন করা হয় তাই আপনি চাইলে আপনার জানা কোন তথ্য অথবা আপনার গ্রাম কিংবা আপনার এলাকা অথবা যে কোন জিনিস সম্পর্কে এখানে তথ্য তুলে ধরুন হয়তো আপনার দেওয়া তথ্য অনেকের কাযে আসবে অথবা আপনার হাত ধরে আপনার গ্রাম কিংবা মহল্লার তথ্য Wikipedia তে জমা হবে।
আজকের পোষ্ট এই পর্যন্তই দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স