PUBG খেলতেছিলাম মনের আনন্দে কিন্তু কোন এক হারামী আইসা পিছন থেকে গুলি কইরা চিকেন ডিনার টা লইয়া গেলো !
তবে এটা বলার জন্য তো স্ট্যাটাস দেওয়ার প্রয়োজন নাই এটা আপনিও বুঝেন নতুন করে ম্যাচ শুরু করলাম চারজন পড়লো বাংলাদেশী যাই হোক আমি তো খুশী তো আপনি ভাবতেছেন সমস্যাটা কোথায় তাহলে ওকে বলতেছি।
চারজনের ভিতর একটা মেয়ে আমি এবং জহির নামে একজন এবং অন্যটা হচ্ছে মেয়েটার বয় ফ্রেন্ড। ওরা তিনজন একসাথের আমি বেচারা ওদের বকবকানী শুনতে শুনতে বেসামাল কিন্তু কিছুই করার নাই।
অবশেষে মেয়েটা বলে উঠলো আবে হালায় চাইর নাম্বারটা কেঠায়।





আমিও মাইক্রোফোন চালু করে বলে বসলাম ক্যান চার নাম্বারে আবার কি করলো যাই হোক সবার সাথে পরিচয় পালা শেষ এবার লুট এবং খুন করার জন্য সবাই প্রস্তুত কিন্তু আসলে আমার খেয়াল নাই যে এক নাম্বার টা মেয়েটা ছিলো আমি চার তো কাকতালীয় ভাবে আমি যেখানে যাচ্ছিলাম ১ এর সাথেই ঘুরতেছিলাম অজান্তে আর এটা নিয়ে বয় ফ্রেন্ড আর গার্ল ফ্রেন্ড জানু বাদ দিয়ে ঝগড়া লেগে গেলো ৪ এর সাথে তোমার এত কি ১ নম্বর খালি ফ্লাটে যাও।
চিন্তা করলাম শালার ভালোবাসা কতটা মজবুত একটা গিট্টু লাগাইয়া দেখি।
আমি বললাম ফ্লাটে গেছিতো লুট করতে আর কিছু তো করি নাই উনি শুধু AKM টা চাইলো তারে সেটা দিলাম।
১ এর বয়ফ্রেন্ড বলে উঠলো হ ফাকা রুমে কি করে আমরা ছোট কাল থেকেই বুঝি। মেয়েটা রেগে গিয়ে বললো এই তোমার সমস্যাটা কি গেমস এই তো আর তোমার হিংসা হইলে তুমি আমার লগে থাকো।
আমি মাঝ খান থেকে প্যাচ লাগিয়ে দিলাম এই বলে আপনার কি ফ্রেন্ড বাবাগো বাব ভাবা যায় উনি মনে হয় মেয়েদের সম্মান দিতে জানে না নয়তো আপনার আচল ধরে ধরে সব ফ্লাট ঘুরে বেড়াতো।
ছেলেটা বলে উঠলো ভাই দেখেন আমাগো ব্যাপারে নাক গলাবেন ন্য আমিও বলে বসলাম ওকে নাক গলাবোনা কিন্তু কথা ঠিকই বলবো।

এবার হ্যাকারদের মত সব দিক নির্দেশনা দিতে লাগলাম মেয়েটাকে সে পুরাই ইম্প্রেস হইয়া আমার লগে আড্ডা জুড়ে দিলো।
আমিও তার সাথে গপ্প গুজব করছিলাম এটা দেখে ছেলেটা মেয়েটার সাথে ব্রেক আপ করে ফেলা নিয়ে কথা শুরু করলো।
এতক্ষন পরে ৩ নম্বরে তাদের শান্তনা দিতে লাগলো।
তো আমি চিন্তা করলাম আমার জন্য বেচারা রা ব্রেক আপ করতাছে তবে মিলাইয়া দেই।




একটা গ্রেনেড নিয়া মেয়েটাকে লক্ষ করে মারলাম এবং বললাম Enemy আইসা পড়ছে ওরা ঝগড়া করায় ব্যস্ত ছিলো তাই কে মারছে লক্ষ করে নাই।
এবার Revive করার পালা আমি ৩ নম্বর কে বললাম ভাই আপনি যাইয়েন যার বঊ হে দেখুক গা আমগো কি তবে ছেলেটি যেতে নারাজ তখন মেয়েটা বললো জান প্লিজ এইবার অন্তত আমাকে বাচাও।
যাই হোক দুইজনের মিলন দেখিয়া আত্মহারা হয়ে গিয়ে ভুলে তাদের মাঝখানে আরেকটা গ্রেনেড ছুড়ে মারলাম কিন্তু দেরী হয়ে গিয়েছে ততক্ষনে লাভ বার্ড গুলো উপরে চলে গিয়েছে। এই দেখে ৩ নম্বর বললো ভাই ভালো কাজ করছেন বেশী পাকাইতেছিল।
এর মধ্যে Enemy আইসা আমাদের দুজনকে Magic Bullet গিফট করে বাসায় পাঠিয়ে দিলো।
যাই হোক চারজনে আবার Squad করবো বলে জয়েন দিলাম কিন্তু তারা আমাকে রিজেক্ট কইরা দিলো।
যাই হোক অবশেষে বুঝলাম বোমা ফাটাইয়া ভুল করি নাই দুজনের মিল হয়ে গেছে।

মনে রাখবেন যে অল্পতেই সন্দেহ করে তাকে পরিহার করুন তাহলে সুখী হবেন।