চুল ও ত্বকের সৌন্দর্য বর্ধন ও যত্নের ক্ষেত্রে মেহেদী উৎকৃষ্ট মানের প্রসাধনী। এটি মেহেদী গাছের পাতা ও ডগা থেকে
উৎপন্ন বিশেষ এক ধরনের রঞ্জক পদাথ। মেহেদীতে লসােন,Lawsone (C10H6O3) নামক রঞ্জক পদাঘাতই মূলত
বণের জন্য দয়া। লসোন শরীরের যে কোনাে অংশের চামড়া, নখ ও চুলের বহিস্তরের প্রােটিনগুলােকে সংযুক্ত করে। এটি
সংযোজন (Addition) বিক্রিয়ার মাধ্যমে ত্বক, নখ ও চুলে বর্তমান প্রােটিনের সাথে বিক্রিয়া করে উজ্জ্বল বর্ণের ইমালসন তৈরি করে। এটা ত্বকের উপর আবরণ সৃষ্টি করে।

উপকরণ : মেহেদী তৈরির জন্য যেসব উপকরণের প্রয়ােজন পড়ে তা হলাে হেনা পাউডার, কফি পাউডার বা এর পরিবর্তে
চা পাতা, লেবুর রস, এসেনশিয়াল অয়েল, মেথি গুড়া ও চিনি।
প্রস্তুতি: একটি প্লাস্টিক বা সিরামিকের বাটিতে 20 g পরিষ্কার হেনা পাউডার, ১/৪ কাপ লেবুর রস, এক টেবিল চামচ চিনি
ও ,১/২ চামচ মেথিগুঁড়া নিয়ে ভালােভাবে মেশাও। এক চামচ কফি পাউডার দুই কাপ পানিতে মিশিয়ে ভালােভাবে মিশিয়ে
নাও। এক্ষেত্রে কফির পরিবর্তে চা ব্যবহার করা যায়। এটি রঙের স্থায়িত্ব বৃদ্ধি ও সুগন্ধি হিসেবে কাজ করে। এ দ্রবণকে।
মিশ্রণের মধ্যে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে। এমন ভাবে নাড়াতে হবে যেন কোনােরূপ দানাদার ভাব না আসে।
প্লাস্টিকের র‍্য্যাপপ দ্বারা ঢেকে 6 - 10 ঘণ্টা একটু গরম স্থানে রাখ। এ অবস্থায় মিশ্রণ বেশি পাতলা হলে পরিমাণমতাে
অতিরিক্ত হেনা পাউডার মিশিয়ে নেওয়া যেতে পারে। এ পর্যায়ে পরিমাণমতো এসেনসিয়াল ওয়েল যােগ করে পেস্টকে
টিউবের মধ্যে ভরে সংরক্ষণ করা হয়।
লেখা-
Rayhan Hosem Refat