পৃথিবীর কোনো ব্রিজ বা ভবন নির্মাণ করতে কোনো মানুষের কাটা মাথা বা কোনো প্রাণীর রক্ত দরকার হয় না...

...প্রাচীন কাল থেকেই আমাদের মধ্যে অনেক ভুল বিশ্বাস বা কুসংস্কার চলে আসছে যেগুলা এখনো আমাদের মধ্যে অনেক আছে.... বর্তমান আমাদের দেশে একটি গুজব বা ভুল বিশ্বাস ছড়িয়েছে... এতে অনেক নিরীহ মানুষেরই প্রাণ যাচ্ছে সাথে এই ভয় বা ভুল বিশ্বাস থেকে অনেকের ছোট বা বড়দের Psychological সমস্যা... সাথে ছুট্ট বাচ্চাদের লেখা পড়ার সমস্যা হচ্ছে........ 

জেনেনিন পৃথিবীর কোনো ব্রিজ বা ভবন নির্মাণ করতে কোনো মানুষের কাটা মাথা বা কোনো প্রাণীর রক্ত দরকার হয় না...

...পৃথিবীর সব থেকে দৈর্ঘ্যতম সেতু হচ্ছে Danyang–Kunshan Grand bridge... এটি লম্বা প্রায় 540,700 ft....এই ব্রিজটি এতো লম্বা হওয়াতে Guinness World Record তালিকায়ও নাম আছে.... এটি চিনে অবস্থিত.... এটি তৈরী করতে কোনো মানুষের কাটা মাথা বা কোনো প্রাণীর রক্ত দরকার হয়নি..... 

..... আমাদের দেশের পদ্মা সেতু...

এটি দীর্ঘ হবে প্রায়.... 6.150 km (20,180 ft) আর প্রস্থ হবে (59.4 ft)

এটি নির্মাণ করার কাজটি করতেছে চীনের একটি কোম্পানি (CREC) China Major Bridge Engineering Company Limited ....

আর ডিজাইনের কাজটি করেছে নিউ ইয়র্কের একটি কোম্পানি  AECOM Technology Corporation..

...........এদের করোই কোনো মানুষের কাটা মাথা বা কোনো প্রাণীর রক্ত দরকার নেই পদ্মা সেতু নির্মাণ করতে.... 

...... এবংকি পৃথিবীর কোনো বড় Construction কোম্পানি যদি কোনো সেতু নির্মাণ করতে একটি কুকুরের মাথাও বা তার রক্ত ব্যবহার করে..... এই ভুলের কারণে তাদের কোম্পানির অস্থিতও চলে যেতে পারে.... 

___মূল্যবান সময় দিয়ে লিখলাম বাকিটা বুঝে নিবেন....

ভালো এবং সুস্থ থাকুন... ভুল বিশ্বাস বা কুসংস্কার থেকে দূরে...

আমাদের ৭০% মানুষিক (Psychological) সমস্যা আসে এই  ভুল বিশ্বাস বা কুসংস্কার থেকে... আর ছুট্ট বাচ্চাদের এমন কোনো বড় ভয় দেখানো থেকে হতে পারে তাদের সারা জীবনের জন্য মানুষিক সমস্যা ___________

.........আসুন আগে আমরা ভুল বিশ্বাস থেকে বেরহই.... আফ্রিকার প্রাচীন জংলিদের মতো মানুষ হত্যা বন্ধ করি.........

______ হায়রে বাঙালি এখনো প্রাচীন আফ্রিকান রয়ে গেলো 😔😔😏😏

ক্রেডিটঃ Rubel Rs____বাংলা টাইপ ভুল হতে পারে_ So you.... বুঝে নিবেন

________