Dims App নিয়ে যা দিয়ে আপনি জানতে পারবেন ঔষধের দাম ছাড়াও হরেক রকমের তথ্য।

ফার্মেসী চিনে না এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর কারন হলো ফার্মেসী আমাদের ঔষধের চাহিদা মিটিয়ে থাকে।

আর কম বেশী সবাই অসুস্থ হই আমরা আর তখন শরণাপন্ন হই ডাক্তারের আর সেও অসুখ ভালো করবার জন্য লিখে দেয় অনেক ধরনের ঔষধ প্রেসক্রিপশনে আর তা সংগ্রহ করতেই হয়তো আপনি ফার্মেসীতে প্রবেশ করেন তাই না।

তো আসল কথা হলো বর্তমান যুগে অনেক হাসপাতালে দালালের অভাব হয়না যারা সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত দামে ঔষধ এর সাপ্লাই দিয়ে থাকে শুধু হাসপাতাল বললে ভুল হবে এমনটা অনেক ফার্মেসীতেই ঘটে থাকে দাম বেশী রাখার ব্যাপারটা ।

কারন বক্সে দাম লিখা থাকে যা আমরা সহসা দেখতে পাইনা তাই তারা যে দাম বলে সে দাম দিয়েই ক্রয় করতে হয় না পারতে।

তবে স্যার আপনি কিন্তু চাইলে নিজেই জেনে নিতে পারবেন ঔষধের নাম দাম সহ বিভিন্ন দরকারী তথ্য ছোট্ট একটি App ব্যবহার করে।

তাহলে চলুন জেনে নেই Dims App টি সম্পর্কেঃ

প্রথমত App চালানোর জন্য আপনাকে Registration করতে হবে আর তা হয়ে গেলে উপরের মত আসবে।

এখানে আপনি অনেক ধরনের তথ্য পাবেন।

তবে যেহেতু ঔষধের দাম জানা নিয়ে কথা তাই প্রথনে Search Icon এ ক্লিক করুন।
এবার আপনার কাংখিত ঔষধের নাম লিখুন এবং পেয়ে গেলে সেই ঔষধের নামে ক্লিক করে বিস্তারিত দেখুন।
আপনি এবার ঔষধের সকল তথ্য এখান থেকে দেখতে পারবেন।
দেখুন সিরাপটির দাম দেখাচ্ছে 100ml = 40 Taka

তাহলে এভাবেই আপনি নিজেই দাম চেক করে প্রতারনার হাত থেকে বাচতে পারবেন আশা করি অনেকের কাজে আসবে ।

তাহলে ডাউনলোড করে নিন নিচের লিংক থেকে


Download Link

You Can Also Check: Android Folder Lock Apk দিয়ে সুরক্ষিত রাখুন Gallery

তাহলে ভালো থাকুন আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে। তবে আপনি চাইলে আমার লেখা বাকী আর্টিকেল গুলো ঘুরে দেখতে পারেন।

Video Game Live Stream করুন PC দিয়ে কোন প্রকার Lag ছাড়া
সৌজন্যেঃ Cyber Prince