আমি এই পোষ্টে টেক বিষয়ক কিছু লিখবোনা বরং বোরিং কিছু লিখতে যাচ্ছি যা হয়তো সবার ভালো নাও লাগতে পারে তবে আমি জানি প্রিয় ভাই ব্রাদার বোইন সিস্টার রা পড়বেই।
মানুষ কখনো ব্যর্থ লোকের গল্প থেকে Motivated হয়না তবে যদি Motivated হয়ে থাকে তবে যারা সফলতা পেয়েছে তাদের কথা গুলো শুনে হয়ে থাকে।
তারা হয়তো ভুলে যায় যে যারা সফলতার সিড়ি টপকে উপড়ে ঊঠছে তারাও এই সফলতার সিড়ি পাড়ি দিতে গিয়ে হোচট হয়তো অনেকবার খেয়েছে তবে তারা দমে যায়নি তাদের এই সফল হওয়ার স্বপ্ন টা বাস্তব করার জন্য নিজের বেস্ট টা দিয়ে চেষ্টা করেছে বলেই তারা সফল হয়েছে অনেক সাধনার ফলে।
তাই মনে রাখবেন আপনি কি করতে ভালোবাসেন তার দিকে নজর দিন কারন আপনি যা বেশী পছন্দ করেন তাই হয়তো আপনার আসল ক্যারিয়ার গড়তে সক্ষম হবে। কারন জোর করে ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার এর জুস গুলে খাওয়ালেও হয়তো কাজে আসবেনা কারন আপনার Dream তো সেটা না যা জোর পূর্বক ঘাড়ে তুলে দেওয়া হচ্ছে এবং আপনিও অনিচ্ছা থাকার পরেও করে যাচ্ছেন।
Dream হলো সেটাই যেটাকে আপনি মন থেকে বাস্তবে রুপ দিতে চান এবং সেই কাজটি করতে আপনি আনন্দ পেয়ে থাকেন এবং কাজটিতে আপনার Ego Satisfaction মিলে।
Dream হলো সেটাই যেটাকে আপনি মন থেকে বাস্তবে রুপ দিতে চান এবং সেই কাজটি করতে আপনি আনন্দ পেয়ে থাকেন এবং কাজটিতে আপনার Ego Satisfaction মিলে।
কে কি বললো তা এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিন আর নিজের লক্ষ্যের দিকে নজর দিন।
লেগে থাকুন এবং কষ্ট করুন সাফল্য আসবেই আর সে সাফল্য পেয়ে গেলে যারা ঘ্যান ঘ্যান করতো তাদের উত্তর দিতে হবে না বরং তাদের কাছ আপনি নিজেই উত্তর হয়ে যাবেন যা তাদের বার বার লজ্জায় ফেলতে বাধ্য করবে।
আর অল্পতেই রেগে গেলে হবেনা কন্ট্রোল করুন নিজের মাইন্ড এবং একান্ত নিজের স্বপ্ন পূরনের কাজে লাগান।
কোন দিন এরকম চিন্তা মাথায় আনবেন না যেমন ধরুন পরিচিত কারো অনেক টাকা সে এটা করে ওটা করে ইস আমি যদি করতে পারতাম তবে ভুল করবেন আপনি আপনার লক্ষ্যে পৌছাতে পারলে এর থেকেও হয়তো বেশী কিছু আপনার অপেক্ষা করছে।
সবশেষে একটা কথা বলি আর তা হলো পৃথিবীতে কাজের অভাব নেই শুধু খুজে নিতে হবে আপনি কোন বিষয়ে পারদর্শী।
কারন সব মানুষের চেহারা এক হলে সবাই কিন্তু দেখতে একই রকম হতো যা মোটেও ভালো ব্যাপার নয়।
তেমনি সবাই কে যে একই রকম হতে হবে সেরকম কোন বাধ্যবাধকতা নেই।
কারন সব মানুষের চেহারা এক হলে সবাই কিন্তু দেখতে একই রকম হতো যা মোটেও ভালো ব্যাপার নয়।
তেমনি সবাই কে যে একই রকম হতে হবে সেরকম কোন বাধ্যবাধকতা নেই।
কে কি করছে তা নিয়ে আফসোস না করে আপনি নিজে কি করতে পারছেন তা নিয়ে খুশী থাকুন কারন সবাই হয়তো আপনার মত হতে পারবেনা।
ভালো থাকবেন সবাই লেখা গুলো আবার সিরিয়াসলি নিতে যাবেন না যেন কারন এখনো সফল হই নাই যখন সফল হবো মোটিভেশন টাও তখন দিবো।
ভালো থাকবেন শুভ কামনা রইলো সবার জন্য।
জাজাকাল্লাহ খায়রান।
জাজাকাল্লাহ খায়রান।
#অফ_টপিক
Follow Us