সম্প্রতি নতুন একটা সেরা ফিচার সমৃদ্ধ Oppo Reno 10X Zoom ফোন Release হয়েছে ইন্ডিয়া তে। এই ফোনটা বর্তমানে ভারত এ খুব আলোড়ন তৈরি করে ফেলেছে। আলোড়ন উঠবেই না কেনো ফোনের ফিচার তো আর কম না। আজকে আমিOppo Reno 10X Zoom ফোনটার সকল ফিচার সহ এবং বাংলাদেশ এ কত টাকায় ফোনটা পাওয়া যাবে সবকিছু বলে দিব। তো আর কথা না বলে চলুন শুরু করা যাক।
২ জি তে- GSM 850 / 900 / 1800 / 1900 - SIM 1 & SIM 2 CDMA 800 & TD-SCDMA ব্যবহার করা হয়েছে।
৩ জি তে- HSDPA 800 / 850 / 900 / 1700(AWS) / 1900 / 2100 CDMA2000 1xEV-DO ব্যবহৃত হয়েছে।
এবং
৪ জি তে- LTE band 1(2100), 2(1900), 3(1800), 4(1700/2100), 5(850), 7(2600), 8(900), 12(700), 13(700), 17(700), 18(800), 19(800), 20(800), 26(850), 28(700), 34(2000), 38(2600), 39(1900), 40(2300), 41(2500) ইউজ করা হয়েছে।
তো এবার আসি Speed এর বিষয়ে। স্পিড হিসেবে আপনারা এই ফোন থেকে- HSPA 42.2/5.76 Mbps, LTE-A (5CA) Cat18 1200/150 Mbps এই পর্যন্ত পাবেন। ফোনটাতে রয়েছে GPRS,EDGE ফিচার রয়েছে। যা প্রায় সকলের ফোনেই থাকে।
Periscope 13 MP, f/3.0, 130mm (telephoto), 5x optical zoom, Laser/PDAF, OIS
8 MP, f/2.2, 16mm (ultrawide) এটা ইউজ করছে। তো কি ভাবছেন? এই ফিচার টা আসলেই যে অনেক ভালো। Features হিসেবে রয়েছে- Dual-LED flash, HDR, panorama.. Video হিসেবে Play & Recoding করার জন্য বেস্ট একটা ফোন হবে।
![]() |
Oppo Reno 10X Zoom |
Oppo Reno 10X Zoom Featured
Network
তো Oppo এর নতুন ফোন টিতে নেটওয়ার্ক হিসেবে ২ জি, ৩জি এবং ৪ জি ইউজ করা হয়েছে।২ জি তে- GSM 850 / 900 / 1800 / 1900 - SIM 1 & SIM 2 CDMA 800 & TD-SCDMA ব্যবহার করা হয়েছে।
৩ জি তে- HSDPA 800 / 850 / 900 / 1700(AWS) / 1900 / 2100 CDMA2000 1xEV-DO ব্যবহৃত হয়েছে।
এবং
৪ জি তে- LTE band 1(2100), 2(1900), 3(1800), 4(1700/2100), 5(850), 7(2600), 8(900), 12(700), 13(700), 17(700), 18(800), 19(800), 20(800), 26(850), 28(700), 34(2000), 38(2600), 39(1900), 40(2300), 41(2500) ইউজ করা হয়েছে।
তো এবার আসি Speed এর বিষয়ে। স্পিড হিসেবে আপনারা এই ফোন থেকে- HSPA 42.2/5.76 Mbps, LTE-A (5CA) Cat18 1200/150 Mbps এই পর্যন্ত পাবেন। ফোনটাতে রয়েছে GPRS,EDGE ফিচার রয়েছে। যা প্রায় সকলের ফোনেই থাকে।
Launch
তো ফোনটি Lauch করার জন্য এনাউন্সমেন্ট করা হয়েছিলো -এপ্রিল ২০১৯ এ। অবশেষে May এর ২৮ তারিখে Release করা হয়েছে।Body
ফোনটার Dimension- 162 x 77.2 x 9.3 mm (6.38 x 3.04 x 0.37 in) যা Really অনেক ভালো। আর ফোনটির Weight হলো 210gm. তো আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে ফোনটা কিরকম চটি বা পাতলা হবে।Display
Oppo Reno 10X Zoom ফোনটিতে সাধারণ ফোনের মতোই দুইটা সিম ইউজ করা যাবে। ফোনটা- AMOLED capacitive touchscreen, 16M colors, তাহলে ভাবুন ফোনটা দেখতে কিরকম জোস লাগবে। ফোনটার সাইজ- 6.6 inches, 108.6 cm2 (~86.8% screen-to-body ratio), ফোনটা অনেক টাই বড়। ফোনে Resolution হিসেবে- 1080 x 2340 pixels, 19.5:9 ratio (~387 ppi density) ইউজ করা হয়েছে। যা সত্যিই অসাধারণ লেগেছে আমার কাছে। আপনি ফোন কিনতে গেলে ফোনের সাথে পাবেন একটা গেরিলা প্রোটেকশন গ্লাস। যা ফোনের জন্য অনেক ভালো।Platform
ফোনটিতে Version হিসেবে- Android 9.0 (Pie); ColorOS ইউজ করা হয়েছে। এই Version এ ফোন ইউজ করে আপনারা অনেক টাই মজা পাবেন। ফোনের চিপসেট হিসেবে- Qualcomm SDM855 Snapdragon 855 (7 nm) ব্যবহার করা হয়েছে। ফোন টিতে Cpu হিসেবে- Octa-core (1x2.84 GHz Kryo 485 & 3x2.42 GHz Kryo 485 & 4x1.8 GHz Kryo 485) দিয়ে দেওয়া হয়েছে। GPU এ Adreno 640 Using হইছে।Memory
ফোনটিতে মেমোরি হিসেবে সর্বোচ্চ ২৫৬ জিবি পর্যন্ত ইউজ করা যাবে। এছাড়া আপনি পাচ্ছেন ফোনটাতে ২৫৬ জিবি ফোন মেমোরি। যা কি রকম হব তা তো আশা করছি আর বলা লাগবে না। আর ফোনটিতে রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি রম৷ তাহলে ভেবে দেখুন একটু, আর কি ভাবলেন আপনি? অবশ্যই কমেন্ট বক্স এ জানাতে ভুলবেন না।Main Camera
তো এবার ই তো আসলাম মেইন ফিচার এ। Yes Bro. ফোন টাতে- 48 MP, f/1.7, 26mm (wide), 1/2.0", 0.8µm, Laser/PDAF, OISPeriscope 13 MP, f/3.0, 130mm (telephoto), 5x optical zoom, Laser/PDAF, OIS
8 MP, f/2.2, 16mm (ultrawide) এটা ইউজ করছে। তো কি ভাবছেন? এই ফিচার টা আসলেই যে অনেক ভালো। Features হিসেবে রয়েছে- Dual-LED flash, HDR, panorama.. Video হিসেবে Play & Recoding করার জন্য বেস্ট একটা ফোন হবে।
Selfie Camera
Single অনুযায়ী- Motorized pop-up 16 MP, f/2.0, 26mm (wide).. Features হিসেবে- Led Flash এবং Hdr রয়েছে। ভিডিও- 1080@30fps পর্যন্ত শুট করা যাবে।Sound
Loudspeaker এর সাথে আপনি পাবেন Stereo Loudspeaker.. 3.5mm জ্যাক কোনো ভাবেই সাপোর্ট করবে না।Comms
ফোনে Wifi হিসেবে- Wi-Fi 802.11 a/b/g/n/ac, dual-band, WiFi Direct, hotspot রয়েছে। Bluetooth হিসেবে রয়েছে- 5.0, A2DP, EDR, LE, aptX HD, যা অনেক ভালো। ফোনে GPS System অটো Include করা রয়েছে. NFC- হ্যা রয়েছে। কোনো প্রকার Radio ইউজ করা যাবেনা। USB রয়েছে- Type-C 1.0 reversible connector, USB On-The-Go.Features
ফোনের Display এর নিচে Fingerprint Sensor রয়েছে। Browser হিসেবে HTML 5 ব্যবহৃত হয়েছে।Battery
Non-removable Li-Po 4065 mAh battery যার ফলে ব্যাটারি ব্যাকআপ অনেক পাবেন৷ তাছাড়া ফোন তারাতাড়ি চার্জ হওয়ার জন্য রয়েছে অসাধারণ একটা ফিচার৷ যা সত্যিই অসাধারণ।অনেক তো বকবক করলাম ভাই? এবার একটু দামের দিকে আসি।
আপনারা যদি এই নতুন ফোনটা বাংলাদেশ থেকে কিনতে চান তাহলে আপনাকে ৬০ হাজার দিয়ে ক্রয় করতে হবে। (মার্কেট এ গেলে দাম একটু কম বেশি হবে)।
সৌজন্যে
Follow Us