আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি DSL Linux On Android মোবাইল থেকে চালানোর টিউটোরিয়াল নিয়ে।
DSL Linux On Android: Linux সম্পর্কে আমরা কম বেশী সবাই জানি।কিন্তু আপনি DSL এর পুরো অর্থ জানেন কি ?
না জেনে থাকলে সম্পূর্ন ইতিহাস জেনে নিন এবারঃDSL এর সম্পূর্ণ রুপ হচ্ছে Damn Small Linux.
এবং জেনে অবাক হবেন যে এই Linux টি পৃথিবীর সবথেকে ছোট লিনাক্স কার্নেল যার সাইজ মাত্র 50MB.
এত ছোট সাইজ বলে হেলা ফেলা করা যাবে না কারন আপনি এতে ইন্সটল করতে পারবেন storage media with small capacities, like bootable business cards, USB flash drives, various memory cards, এবং Zip drives.
তাছাড়াও আপনি অনেক গুলো Build Software পাবেন যেমন ধরুন মজিলা ফায়ারফক্স। সবথেকে ভালো ব্যাপার হলো এটা সম্পূর্ণ Open Source .
DSL Develop করেছেন John Andrews, et al.
DSL মূলত Unix-like OS পরিবারের সদস্য, DSL Monolithic Linux kernel এর অন্তর্ভুক্ত।
যতটুকু ধারনা করা যায় এই কার্নেল ১৪ বছর আগে প্রকাশ পায় April 13, 2005 সালে।
এবং এর ইন্টারফেস তৈরী করা হয়েছে Fluxbox, JWM এর সংমিশ্রনে।
আর আপনার যদি 16MB Ram এর কোন ডিভাইস থাকে তবে ইন্সটল করে চালাতে পারবেন।
তাদের অফিশিয়াল ওয়েবসাইট ঘুরে আসতে পারেন চাইলে আরো তথ্য যদি জানার আগ্রহ আপনার থাকে
damnsmalllinux
তাহলে অনেক জ্ঞান অর্জন হয়ে গেছে এবার বাদ দেওয়া যাক ইতিহাস, শুরু করা যাক মূল কাজ।
DSL Linux Android মোবাইলে চালানোর নিয়মঃ
আপনার মোবাইল থেকে DSL চালানোর জন্য নিচের ফাইল গুলো দরকার হবে ডাউনলো করে নিন।★DSL Linux ISO (50MB)
★Limbo Pc Emulator (12MB)
ফাইল ২টি ডাউনলোড করা হয়ে গেলে Limbo PC Emulator Install করে ফেলুন এবং Open করুন।
Limbo PC Emulator এ প্রবেশ করলে Load Machine দেখতে পাবেন New নির্বাচন করুন।
আপনার ইচ্ছা মত নাম দিন।
এবার User Interface এ গিয়ে Display VNC
Mouse Tablet Fixed Mouse সিলেক্ট করুন।
বাকীটা চিত্রে দেখে নিন।
এবার আপনার Cpu Model - coreduo নির্বাচন করুন তারপর Ram এ গিয়ে ২০০+ Ram আপনার সাধ্যমত নির্বাচন করুন।
Removeable এ গিয়ে CDROM এর Open এ গিয়ে আপনার ডাউনলোড করা ISO দেখিয়ে দিন বা নির্বাচন করুন।
Boot এ গিয়ে Boot From Device - CDROM নির্বাচন করুন কারন আমরা CDROM এ আমাদের কার্নেল রেখেছি।
Graphics এ গিয়ে Video Display - std করে দিন।
নেট চালাতে চাইলে Network এ গিয়ে User নির্বাচন করুন। এবং সবশেষে উপরে গিয়ে Play বাটন টি চেপে দিন।
আপনার উপরের চিত্রের মত আসলে কীবোর্ড থেকে Enter চেপে দিন তাহলে কাজ শুরু হবে চালু হওয়ার।দেখুন উপরের চিত্রের ন্যায় Loading হবে অপেক্ষা করুন ।
সবশেষে চালু হবে আপনার Damn Small Linux Distro .
নোট: অনেক ডিভাইসে মাউস কাজ করেনা তাই যাদের কাজ করবেনা তারা Bluetooth কিংবা Wifi কিংবা Usb মাউস ব্যবহার করতে পারেন তবে অবশ্যই OTG সাপোর্ট কিনা জেনে নিবেন।
you can also check it: Facebook Video Downloader Android মোবাইলের জন্য
সবশেষে অফ টপিকঃ
এই DSL Linux নিয়ে সর্বপ্রথম পোষ্ট করেছিলাম ট্রিকবিডিতে তখন সাল ছিলো যতসম্ভব ২০১৫।
আজ আবার তা নতুন ভাবে উপস্থাপন করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে।
আর হ্যা চাইলে আমার ছোট্ট ব্লগ থেকে ঘুরে আসিতে পারেন Sourov.info
সবশেষে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন পোষ্টে নতুন কিছু নিয়ে ।
লেখকঃ ইসমাঈল হোসেন (সৌরভ)
Follow Us