কিং সলোমন এর বশকৃত ৭২ ডেমনের উপর সিরিজের আর সপ্তম পর্ব। আজকের ডেমন “এয়মন”
৭২ ডেমনের সপ্তম ডেমন হল “এয়মন”
। এয়মন অনেক গুলো নামে পরিচিত যেমন, অ্যামন, আমুন, নাহুম ইত্যাদি। সে “এয়মন” নামেই বেশি পরিচিত।
“এয়মন” বা “অ্যামন” নামটি এসেছে মিশরীয় দেবতা “আমুন” থেকে। আর তার নাম
“নাহুম” শব্দের অর্থ “যে আগ্রহ বা উৎসাহে প্রভাব বিস্তার করে” । ডেমন “এয়মন” বা মিশরীয় দেবতা আমুন
শুনলে মনে হবে নাম দুইটাতে শুধু মিলই আছে কিন্তু আসলে দুইজন একই । তাদের দুইজনের
বর্ণনায় অনেক মিল পাওয়া যায়।
মিশরীয় দেবতা “আমুন” বা “আমুন-রা” প্রাচীন মিশরীয়দের একজন শক্তিশালী
দেবতা।আমুন ছিল বাতাসের দেবতা। আমুন মিশরীয় সূর্যদেবতা “রা” এর সাথে মিলিত হয়ে
“আমুন-রা” নাম লাভ করে। আমুন শব্দের অর্থ “দ্য ইনভিজিবল” । সে নিজেকে দেবতাদের
রাজা দাবি করত। এছাড়া সে রহস্যের দেবতা এবং
“লর্ড অফ সাইলেন্ট” নামেও পরিচিত। মিশরীয় প্যাগানিজমে আমুন নীল চামড়া
বিশিষ্ট মানুষের রূপে থাকে।
পরবর্তীতে ক্রিশ্চিয়ান ডেমোনোলজিতে “এয়মন” কে ডেমন হিসেবে দেখানো হয়। “এয়মন” কে বিভিন্ন বইয়ে পাওয়া যায় এর মধ্যে “ডিকশোনারিয়েট ইনফার্নাল” ও
“লেসার কী অফ সলোমন” অন্যতম।
“এয়মন” কে কিং সলোমন এর বশকৃত ৭২ ডেমনের একজন বলা হয়। সে একজন মার্কুইস
বা গণ্যমান্য শ্রেনীর। অনেক বইয়ে তাকে “প্রিন্স” ক্যাটাগরি তে ফেলা হয়। “এয়মন” খুবই শক্তিশালী ডেমন।
তাকে কিছু বইয়ে “এয়মন” কে পশ্চিমের আবার কিছু বইয়ে পুর্বের শাসক দেখানো হয়েছে। সে হেল এর
৪০ লিজিয়ন ডেমন শাসন করে। “এয়মন” একজন ফলেন এঞ্জেল। “এয়মন” হেল এর ৮ জন সাব প্রিন্স দের একজন।
মধ্য এপ্রিল এর পর থেকে “এয়মন” সবথেকে শক্তিশালী থাকে। এছাড়া ২১-৩১ মে এবং জুন ২৭-১ জুলাই তাকে
ডাকার জন্য উপযুক্ত। “এয়মন” একজন ডে ডেমন অর্থাৎ তাকে দিনের বেলায় ডাকতে হয়। সকাল ৯ টা এবং
বিকাল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত তাকে ডাকার উপযুক্ত সময়। তাকে ডাকতে লাল এবং
সোনালী মোমবাতি, সোনা, রুপা, যষ্ঠী মধু ইত্যাদি লাগে।
“এয়মন” যখন আসে তখন তাকে নেকড়ের রূপে কিন্তু সাপের লেজে দেখা যায়। তাকে
সবথেকে বেশি দেখা যায় নাকি কাকের মাথার সাথে নেকড়ে বা কুকুরের দাঁত বিশিষ্ট মুখ
অবস্থায়। সে মুখ দিয়ে আগুন বের করে।
একজন এক্সপার্ট ডেমন সামনকারী বর্ণনা করেছিলেন “এয়মন” সম্পর্কে। সে “এয়মন” এর আসল রূপ দেখতে পেরেছিল। সামনকারীর বর্ণনা অনুযায়ী “এয়মন” লম্বা, শক্তিশালী,
সুন্দর মানুষ। তার চামড়া ও চুল উজ্জ্বল এবং তার শরীর থেকে পজিটিভ এনার্জি বের হয়।
তার কাধে একটা সুন্দর বাজপাখি থাকে।
“এয়মন” এর ইমোশন কন্ট্রোল করার ক্ষমতা আছে। “এয়মন” দুইজন বন্ধুর মধ্যে যদি শত্রুতা থাকে তবে তা দূর করতে পারে। সে
ম্যাজিশিয়ান কে সম্পদ, সমৃদ্ধি, সৌভাগ্য দান করতে পারে। “এয়মন” ম্যাজিশিয়ান কে তার মনের আসল ইচ্ছার কাছে পৌঁছাতে সাহায্য করে।
“এয়মন” সবকিছু জানে। সে অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলতে পারে। “এয়মন” দুটো মানুষের মধ্যে
ভালোবাসার সৃষ্টি করতে পারে। সে শেইপশিফটিং ক্ষমতা দিতে পারে। সে মানসিক রোগিদের
ভালো করতে পারে। এছাড়া সে ভুডু ম্যাজিক ও স্বপ্নের বর্ণনায় সাহায্য করে।
১ম ছবি “এয়মন” এর সিল ও অন্যটা তার কাল্পনিক ছবি।
Follow Us