এক কথা বলতে গেলে যেই যুগ আসছে কখন কি হয় তা বলা যায় না।আবার বিপদে পরলে তার প্রমান না রাখতে পারলে তা হিতে বিপরীত হয়ে যায়।তাই আজকে আপনাদের সাথে একটি অ্যাপ সেয়ার করছি যা দিয়ে আপনি মোবাইল একদম পাওয়ার অফ করেও ভিডিও ধারন করতে পারবেন।
তাই দেরি না করে প্লেস্টোর থেকে নিচের অ্যাপটি নামিয়ে নিন।এবং কাজ শুরু করে দিন।
এই সিস্টেম শুধু ভালো কাজে ব্যবহারের অনুরোধ করছি।আশা করি খারাপ কাজে ব্যবহার করবেন না।
আর আমার নতুন টিউনের অপেক্ষায় থাকুন।
তাই দেরি না করে প্লেস্টোর থেকে নিচের অ্যাপটি নামিয়ে নিন।এবং কাজ শুরু করে দিন।
অ্যাপটি ডাউনলোড করার পর তা ওপেন করবেন এবং যেসকল অ্যাপ পারমিশন চাবে তা সব এলাউ করে দিন।এরপর নিচের পদক্ষেপ ফলো করুন।
এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি ভিডিও বাটন।যাতে ক্লিক করলেই আপনার মোবাইল ভিডিও করা চালু করে দিবে।তা হবে একদম ব্যাকগ্রাউ। এবং পাওয়ায় অফ থাক্লেও কাজ হবে।
তাছাড়া আপনি অ্যাপ এ ঢুক্লে দেখতে পারবেন কত মিনিটের ভিডিও হয়েছে।ভিডিও অফ করতে স্ক্রিনে থাকা অফ বাটনে ক্লিক করুন অথবা নোটিফিকেশন বার নিচে নামিয়ে নিচের মতো একটি অপশন পাবেন।সেখানে ক্লিক করলে রেকর্ড বন্ধ হবে।
এবং রেকর্ড করা ভিডিও আপনার গ্যালারি তে সেইভ হয়ে যাবে।এই সিস্টেম শুধু ভালো কাজে ব্যবহারের অনুরোধ করছি।আশা করি খারাপ কাজে ব্যবহার করবেন না।
আর আমার নতুন টিউনের অপেক্ষায় থাকুন।
লেখা..........
Rayhan Hosen ❤
Follow Us