#আপনি_জানেন_কী 



সূর্যই কিন্তু গরম এর প্রধান কারণ।
আসুন আজ জেনে নেই সূর্য সম্পর্কে

সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্রে অবস্থিত এবং আবহাওয়া ও জলবায়ুর জন্য এটি দায়ী। সূর্যের গড় ব্যাসার্ধ ৬৯৫,৫০৮ কিলোমিটার (পৃথিবীর চেয়ে ১০৯.২ গুণ বেশি), যার ২০%-২৫% হলো শাঁস।

সূর্য বিষয়ক কিছু তথ্য:

বয়সঃ ৪.৬ বিলিয়ন বছর।

ধরণঃ Yellow Dwarf (G2V)

বৃত্তের ব্যাসঃ ১,৩৯২,৬৮৪ কিলোমিটার।

বিষুব রেখায় এর পরিধিঃ ৪,৩৭০,০০৫.৬ কিলোমিটার।

ভরঃ ১,৯৮৯,১০০,০০০,০০০,০০০,০০০,০০০ কেজি (পৃথীবি থেকে ৩৩৩,০৬০ গুণ)

উপরিভাগের তাপমাত্রাঃ ৫৫০০ ডিগ্রি সেলসিয়াস।

সূর্যের  সম্পর্কে মজার কিছু তথ্য :

সূর্যের মধ্যে এক মিলিয়ন পৃথিবী জায়গা করা যাবে।
যদি কোন ফাঁপা সূর্যের মধ্যে পৃথীবিকে বার বার রাখা হয় তাহলে ৯৬০,০০০ টি পৃথিবী এর মধ্যে জায়গা করা যাবে। আবার যদি পৃথিবীকে মলিন করে কোন জায়গা খালি না রেখে এর মধ্যে রাখা হয় তাহলে ১,৩০০,০০০ টি পৃথিবীর এর মধ্যে জায়গা করা যাবে। সূর্যের উপরিভাগ পৃথিবীর তুলনায় ১১,৯৯০ গুন বড়।

পরিশেষে সূর্য পৃথিবীকে গিলে ফেলবেঃ

যখন সকল হাইড্রজেন পোড়ে যাবে সূর্য আরো ১৩০ মিলিয়ন বছর চলতে থাকবে, হিলিয়াম পুড়তে থাকবে, যে সময়ে এটি বেড়ে যাবে তখন তা বুধ, শুক্র ও পৃথিবীকে গ্রাস করবে। এ সময় এটি লাল দৈত্যে রূপ নিবে।

সৌরজগতের মোট ভরের ৯৯.৮৬% ই সূর্যের দখলে। 
সূর্যের ভর পৃথিবীর প্রায় ৩৩০,০০০ গুণ।

সূর্য প্রতি সেকেন্ডে ২২০ কিলোমিটার বেগে ভ্রমণ করছেঃ
সূর্য গ্যালাকটিক কেন্দ্র থেকে ২৪,০০০-২৬,০০০ আলোকবর্ষ দূরে এবং মিল্কি অয়ে এর চারদিকে এক বার তার কক্ষপথে ঘুরে আসতে সময় লাগে ২২৫-২৫০ মিলিয়ন বছর।
সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বছর জুড়ে পরিবর্তন হয়ঃ
যেহেতু পৃথিবি ডিম্বাকৃতির কক্ষপথে আবর্তন করে তাই সূর্য ও পৃথিবীর মধ্যেকার দূরত্ব ও ১৪৭-১৫২ মিলিয়ন কিলোমিটার এর মধ্যে পরিবর্তিত হয়।

সূর্য এখন মধ্য বয়স্কঃ

সূর্য প্রায় ৪.৫ বিলিয়ন বছর বয়সী, এবং তা তার সংরক্ষিত হাইড্রজেনের অর্ধেক পুড়িয়ে দিয়েছে। এতে আর যা বাকী রয়েছে তা জ্বলতে আরো প্রায় ৫ বিলিয়ন বছর লাগতে পারে।
সূর্যের মধ্যের তাপমাত্রা ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে পৌছাতে পারে।

বিভিন্ন গ্রহ সমূহের  নাম  ও  সূর্য  থেকে  দূরত্ব:
 
Mercury ৫৭,৯০৯,২২৭ কি.মি 

Venus ১০৮,২০৯,৪৭৫ কি.মি 

Earth ১৪৯,৫৯৮,৩৬২ কি.মি 

Mars ২২৭,৯৪৩,৮২৪ কি.মি 

Ceres ৪১৩,৭০০,০০০ কি.মি (বামন) 

Jupiter ৭৭৮,৩৪০,৮২১ কি.মি 

Saturn ১,৪২৬,৬৬৬,৪২২ কি.মি 

Uranus ২,৮৭০,৬৫৮,১৮৬ কি.মি 

Neptune ৪,৪৯৮,৩৯৬,৪৪১ কি.মি 

Pluto ৫,৮৭৪,০০০,০০০ কি.মি 

Haumea ৬,৪৫২,০০০,০০০ কি.মি 

Makemake ৬,৮৫০,০০০,০০০ কি.মি 

Eris ১০,১২০,০০০,০০০ কি.মি 

সৌজন্যেঃ Conan Alex