মহাকাশ বিজ্ঞান
মাঈন উদ্দিন
বিষয়ঃ-আমাদের মহাবিশ্ব কিসের তৈরি?

এই প্রশ্নটার উত্তর দেওয়া বিজ্ঞানীদের পক্ষে খুব একটা সহজ ছিলোনা, যাইহোক ইতিহাস এড়িয়ে যাচ্ছি।
আমরা এখন আমাদের মহাবিশ্বের মোট ভর ও শক্তির পরিমাণ জানি কারণ মহাবিশ্বের প্রসারণের ফলে এগুলোর মোট পরিমাণের কোন পরিবর্তন হয়ে যাচ্ছে এমন না।তাই আমরা এখন CMB(Cosmic Microwave Background) এর মাধ্যমে আমাদের  মোট Cosmic Mass এর অনুমান করতে পারি।চলো দেখা যাক বিজ্ঞানীরা কী পেলেনঃ-

আমাদের এই মহাবিশ্বে দুই ধরনের ভর পাওয়া যায় যার একটি হলো দৃশ্যমান এর অন্য প্রকার হলো অদৃশ্য এবং শক্তির ক্ষেত্রে ও তাই।

••••••••••••••••••••••••••ভর••••••••••••••••••••••••••

১.দৃশ্য
   ♦Baryonic Matter
সকল দৃশ্যমান পদার্থ।যেমনঃ-
Stars,Galaxy,Nebula,Interstellar Gases,Heavy Elements ইত্যাদি।
২.অদৃশ্য
   ♦Dark Matter
কোন তরঙ্গদৈর্ঘের আলোর দ্বারাও এগুলো ডিটেক্ট করা যায়না অথচ একটা গ্যালাক্সির ৮০% ভর এরাই দখল করে রাখে।মনে করা হচ্ছে এরা হলো নিউট্রিনোর মতো কিন্তু খুব ভারী একপ্রকার কণিকা যাদের WIMP(Weakly Interacting Massive Particle) বলা হচ্ছে। কিন্তু এটা কেবল একটা অনুমান।এখনো আমরা এদের ব্যাপারে খুব বেশি জানিনা।

•••••••••••••••••••••••••শক্তি•••••••••••••••••••••••••

১.দৃশ্য
  ♦Light
শক্তির খুব পরিচিত একটি রুপ।মূলত এই আলোই যদি না থাকতো আমরা  স্পেস নিয়ে কিছুই জানতে পারতামনা even এই মহাবিশ্বের ভরের এই হিসাবের ক্ষেত্রে,Luminous Mass এর মাধ্যমেই আমরা এই।হিসাবটা করছি তাছাড়া Luminosity এর মধ্যমে কতো কী যে জানা যায়।

২.অদৃশ্য
 ♦Dark Energy
ডার্ক মেটারের মতো এটাও আমাদের বিজ্ঞানের আয়ত্তের বাইরে এখনো।পুরা মহাবিশ্বের  ৭৩% এরাই দখল করে আছে অথচ এই বিশাল রহস্যটাই আমাদের অজানা।আনএক্সপ্লেইণ্ড কেইস!

#SUMMARY
অতএব আমাদের মহাবিশ্ব এই উপাদান গুলোর দ্বারাই গঠিত যার ৫% জানা ও দৃশ্যমান বাকি ৯৫% অজানা ও অদৃশ্য।
•ভারী কণিকা………………………….....০.০৩%
•নিউট্রিনো…………………………………....০.৩%
•তারা…………………………………………...০.৪%
•আন্তঃনাক্ষত্রিক গ্যাস………………........৪%
•ডার্ক মেটার……………………………….....২৩%
•ডার্ক এনার্জি………………………………....৭৩%

পড়ার জন্য ধন্যবাদ।কোন প্রশ্ন থাকলে কমেন্টে জিজ্ঞাস করতে পারেন।আরো জানার আগ্রহ থাকলে নিজেই সার্চ করে ভিডিও দেখে জেনে নাও।আমার উদ্দেশ্য মহাকাশ বিজ্ঞানে তোমার আগ্রহ জাগিয়ে তোলা।
ক্রেডিটঃ Falak Al Myin