হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি Airtel Sim দিয়ে ফ্রি ইন্টারনেট চালানোর টিউটোরিয়াল নিয়ে





প্রথমত আপনাকে যে শর্ত গুলো মেনে চলতে হবে তা নিচে দেখুন।

👉 টাকা অথবা MB সিম টিতে রাখা যাবেনা।
👉 Sim 4G Support থাকতে হবে।
👉 Device 4G Supported হতে হবে।
👉 দুইটি সফটওয়ার ডাউনলোড করতে হবে।
👉 শেয়ার করা ব্রাউজার দিয়ে নেট চালাতে হবে।
👉 না চললে কাস্টমার কেয়ারে কল দেওয়া যাবেনা ।
      ( কাস্টমার কেয়ার এ ব্যাপারে অবগত নন)


তাহলে প্রথমে ডাউনলোড করে নিন

📲 Vpn Download Link
📲 UC Mini 

ডাউনলোড হয়ে গেলে Access Point তৈরী করতে হবে।
(নোট: আবারো বলছি টাকা অথবা MB থাকলে কেটে নিবে তাই শতর্কতা অবলম্বন করুন।)

সিমে 4G চালু করুন তারপর Access Point বানিয়ে নিন।

Access Point এ গিয়ে Apn এর ঘরে দিন 4ginternet

এরপর Proxy ঘরে দিন
m.facebook.com

এবার Port এর ঘরে দিন
8080


Apn Protocol এর ঘরে নির্বাচন করুন

IPv4/IPv6

এরপর সব গুছিয়ে নেওয়া হয়েছে Save করুন।

এবার আপনার Vpn চালু করেন যেটা ডাউনলোড করেছেন।

Server নির্বাচন করবেন Singapore.


 Connet হয়ে গেলে আপনি ফ্রি চালানোর জন্য প্রস্তুত।

Download করা UC MiNi টি ছাড়া অন্যগুলো নয়, UC Mini তে প্রবেশ করুন এবং চালাতে থাকুন।


তাহলে শুরু করে দিন ডাউনলোড আর সাথে ব্রাউজিং।

বিদায় নেওয়ার আগে বলে নেই ট্রিক টির আইডিয়া পেয়েছি Rakib ভাইয়ার থেকে তবে উপস্থাপনায় আমি ছিলাম ।

আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

সৌজন্যেঃ Cyber Prince