হ্যালো প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।


আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি বাংলাদেশের সেরা একটি Hacker Team এর বিস্তারিত নিয়ে যার নাম Red Vampires.


বাংলাদেশে অনেক হ্যাকারদের গ্রুপ আছে তবে সবাইকে নিয়ে আমার আজকের পোষ্টটি নয় বরং সেরা থেকেও সেরা "Red Vampires - RV" Team কে নিয়ে লিখতে বসে গিয়েছি এর একটাই কারণ তারা বাংলাদেশের ভালোর জন্য কাজ করে যাচ্ছে কোন রকম প্রফিট ছাড়া নিজ উদ্যোগে।


চলুন গ্রুপ টি সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেইঃ

২৬ মার্চ ২০১৮ সালে আনুষ্ঠানিকতার মাধ্যমে যাত্রা শুরু হয় বর্তমান সময়ের আলোচিত এই Red Vampires এর, যার Founder হচ্ছেন Jack Sir. 

একঝাক তরুন মেধাবি আইটি স্পেসালিষ্ট দের নিয়েই গঠিত এই Red Vampires. এ টিমে রয়েছে দেশ ও বিদেশের অনেক ফেসবুক Researchers  সহ Ethical  Hacker এবং বিভিন্ন Social Worker এবং Blogger।



তৎকালিন সময়ে ফেসবুকে বাজে আইডি, নাস্তিক দমন সহ কিছু কটু ব্যাক্তিদের দমন সহ হ্যারাজ আর ব্ল্যাকমেইলের মতো ঘৃন্য কাজকে দমন করার জন্য এই Red vampires - RV এর আগমন ঘটে।



Red Vamipres - RV এর লক্ষ্য আর সেবাসমুহঃ

# সাইবার ক্রাইম হ্যান্ডেল করা (ফেসবুকে সংঘটিত)

#BlackMail আর Harassed এর বিরুদ্ধে Action নেওয়া।
 ( ফেসবুকে সংঘটিত )

#Fake , Nudity , নাস্তিক আর রাষ্ট্রদ্রোহিদের ফেসবুক থেকে Remove করা।

#কারো নামে অপপ্রচার কিংবা কারো ছবি দিয়ে আইডি খুললে তা রিমুভ করানো।

#ফেসবুক আইডি নষ্ট হয়ে গেলে রিকোভার করা।

#Hacked আইডি ফিরিয়ে আনা।

#আইডি Hack করা। 
(অবশ্যই Reason বিবেচনা করে দেখে আমরা Decision জানাবো)

#আইডির সিকিউরিটি প্রদান। (যাতে কেউ আইডি হ্যাক না করতে পারে)

#এছাড়া ফেসবুক সম্পর্কিত যেকোনো পরামর্শ, জিজ্ঞাসা , সাহায্য সহ উপরে উল্লেখিত কার্যক্রম গুলো করেই Red Vampires দেশ ও দশের জন্য কাজ করে আসছে, যাচ্ছে এবং করে যাবে ইন শা আল্লাহ।

তাই আপনি ও যদি উল্লেখিত সমস্যায় থেকে থাকেন অথবা তাদের দলে যোগদিতে চান তবে সরাসরি যোগাযোগ করুন Red Vampires - RV  Team এর সাথে।

নিচের তাদের Page এবং Group লিংক দেওয়া হলো।



এবং


আশা করি যারা আমাদের জন্য ভালো কাজ করে যাচ্ছে আমরাও তাদের পাশেই থাকবো।

আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

সৌজন্যে: Cyber Prince