হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।আজ হাজির হয়েছি Android এর জনপ্রিয় Tools Lazymux  Android Unroot মোবাইলে চালানোর ট্রিক নিয়ে।




আমরা কম বেশী সবাই চাই নিজেদের হাতের শখের Android দিয়ে শক্তিশালী সব কাজগুলো করে ফেলতে। এর জন্য অবশ্যই আমাদের দরকার পড়ে জটিল সব টুলস অথবা Script এর। তাই এর জন্য গতকাল একটি টিউটোরিয়াল শেয়ার করেছিলাম যা আপনি চাইলে নিচের লিংক হতে দেখে আসতে পারেন।টিউটোরিয়াল টি না দেখলে সামনে আগানো সম্ভব নাও হতে পারে আপনার জন্য।


আপনার Android কে বানিয়ে ফেলুন একটি হ্যাকিং ডিভাইস খুব সহজে পর্ব - ১
তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালঃ
প্রথমে আপনি আপনার মোবাইল থেকে Termux Emulator এ প্রবেশ করুন।



 চালু হয়ে গেলে নিচের Command দিন যদি এর আগে আপনি Install না করে থাকেন তবে।

pkg install git


 Command টি দিলে ফাইল install হবে তার জন্য MB প্রয়োজন পড়বে Y লিখে Command দিন ডাউনলোড এবং Install হয়ে যাবে।

 এবার দরকার হবে Lazymux Script যা আপনি নিচের Command দিয়ে Clone করে পারবেন Github থেকে।

git clone https://github.com/Gameye98/Lazymux.git
Y দিয়ে Command করুন যদি অনুমতি চেয়ে বসে তবে।
অপেক্ষা করুন পুরো প্রসেস শেষ না হওয়া পর্যন্ত।
 এবার Command দিতে হবে নিচের লাইন টি।

cd Lazymux


এবার দিন Lazymux এর জন্য সর্বশেষ Command নিচের লাইন থেকে।

python2 lazymux.py
 এবার আপনি উপরের মত দেখতে পাবেন মানে এবার আপনার যে কাজের জন্য দরকার সে কাজে ব্যবহার করুন।
information Gathering 
Vulnerability Scanner
Stress Testing
Passwords Attacks

Web Hacking

Exploitation Tools

Sniffing & Spoofing

other
এছাড়াও রয়েছে 
SpiderBot
Ngrok
Sudo
Ubuntu
Fedora
Kali Nethunter
VCRT
E-Code
Termux Styling
PassGen
xl-py
Bean Shell
WebConn
Crunch
Textr
Auto Visitor
Rshell
Termpyter

উপরে উল্লেখিত সকল Tools এখন আপনার হাতের মুঠোয় যা প্রয়োজন সেই অনুযায়ী Command দিয়ে নিজের কার্য সম্পাদন করে নিন।


মনে রাখবেন প্রতিটি Tools এর জন্য আপনাকে খসাতে হবে MB.

তাহলে Lazymux এর মজা নিন।
আর আমি আগামীতে এর থেকেও জটিল কিছু নিয়ে হাজির হবো হ্যাকিং এর জন্য।
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন 
নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ Cyber Prince