হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ।
আজ হাজির হয়েছি Facebook, Twitter , Instagram, Youtube যেভাবে প্রমোট করবেন পকেট থেকে টাকা না খসিয়েই।



আমরা কম বেশী সবাই Social সাইট গুলোর সাথে জড়িত আর আমরা সবাই চাই অন্যের তুলনায় নিজেকে একটু Famous হিসাবে উপস্থাপন করতে তা Facebook, Twitter , Instagram, Youtube যাই হোক না কেন ।

কিন্তু আপনি হয়তো জেনে থাকবেন যে এই Boost / Promote করার জন্য টাকা খরচ করতে হয়।
আর ফেসবুকে এমন হাজারটা বিজ্ঞাপন দেখবেন যে বুস্ট করুন আপনার পেজ টাকার বিনিময়ে ।
আসলে তারা পাইছে টা কি ?


যারা হয়তো জানেন না তাদের বলছি আপনি একটু বুদ্ধি আর শ্রম খাটিয়েই ফ্রিতে করতে পারবেন এধরনের প্রচারণার কাজ মানে যে আজাইরা বিজ্ঞাপন গুলো ফেসবুকে দেখা যায় আর কি?

সবাই তো চাই যে আমার ফলোয়ার বা লাইক বেশী থাকুক তাই অনেকেই আছেন Auto Liker ব্যবহার করে থাকেন যার কারনে হারাতে হয় শখের আইডি।

কিন্তু আপনি সম্পূর্ণ নিরাপদ উপায়ে Boost করতে পারবেন Follower,  Like,  Comment, Page Like  ইত্যাদি কাজ গুলো।

এখানে আপনার কাজ অন্যকে লাইক , ফলো , কমেন্ট , ভিউ করবেন তাহলে পয়েন্ট পাবেন আর আপনি সেই পয়েন্ট গুলোকে দিয়ে Boost বা  Promote করতে পারবেন।

Free Facebook Likes

কি আপনি কি চান ফ্রিতে  Famous হতে তবে পুরো পোষ্ট টি ধৈর্য সহকারে পড়ুন।

তাহলে আমি কাজ করার টিউটোরিয়াল এখান থেকেই শুরু করছি।

প্রথমে পোষ্টের শেষে থাকা লিংক থেকে Registration করে নিতে প্রবেশ করতে হবে তারপর নিচের চিত্র গুলো দেখুন আর পড়ুন।

Register এ ক্লিক করুন।
আপনার নাম এবং তথ্য দিয়ে ফরম পূরন করুন।
এবার আপনাকে মেইল ভেরিফাই করার কথা বলা হবে।
মেইলে গিয়ে Verified করার জন্য Provided Code টিতে ক্লিক করুন।
এবার Captcha Challenge শেষ করে Submit বাটনে ক্লিক করুন।
এবার হয় আপনাকে পয়েন্ট কিনতে হবে নয়তো কাজ করে পয়েন্ট জমাতে হবে।
আপনি ইচ্ছামত একটি সাইট বেছে নিতে পারেন
যা আপনার জন্য সহজ হবে।
আমি Twitter Follow দিয়ে উদাহরন দিচ্ছি।
দেখুন আমাকে Follow করার জন্য তালিকা দিয়েছে আর প্রতি Follow করার জন্য কত পয়েন্ট পাবেন তাও উল্লেখ আছে।
পয়েন্ট জমানোর পালা শেষ হলে আসবে প্রধান কাজ আর তা হলো আপনি কোন বিষয়ে প্রমোট করতে চান। যাই হোক Add and Manage Tasks এ প্রবেশ করুন।
স্যারেরা একদম ঠিক উপরের মত দেখতে পাবেন এখন আপনি যে বিষয়ে Promote করতে চান ঠিক তা নির্বাচন করুন।
আমি ফেসবুক পেজ লাইক দিয়ে উদাহরন দেওয়ার চেষ্টা করছি। Facebook Url এ আপনার Page এর link দিন Description Box এ চাইলে লিংকের তথ্য লিখে রাখতে পারেন নিজের সুবিধার্থে। আর আপনার প্রতিজনকে Promote করার জন্য কত পয়েন্ট খরচ করবেন তা ভেবে নির্বাচন করুন। সবশেষে Add URL এ ক্লিক করুন।

আর ফ্রিতে Boost করার মজা উপভোগ করুন।

আর হ্যা আপনি Country Targeting করতে পারবেন।

আর শতর্কতা ইউটিউব সাবস্ক্রাইব না নিলেই ভালো করবেন নয়তো হিতে বিপরীত কিছুই উপহার পাবেন।

নিচে রইলো সাইটের লিংক।

Registration Link

আর হ্যা আপনারা কমেন্ট করুন যদি কোন সমস্যা হয়ে থাকে।

আর পোষ্ট টি যদি উপকারে আসে একটা কমেন্ট করে উতসাহ দিয়ে যান আগামীতে আরো ভালো কিছু যাতে উপহার দিতে প্রেরনা পাই।


তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।

সৌজন্যে: সাইবার প্রিন্স