হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের জন্য উপস্থাপন করতে যাচ্ছি Blogger Course Part 3.
"Domain Configuration"

তবে তার আগে আপনি যদি ১ম এবং ২য় পর্ব Miss করে থাকেন তবে নিচের লিংক থেকে আগে পড়ে আসার আহবান রইলো।


উপরের পর্ব গুলো যদি পড়া হয়ে থাকে তবে নিচের পোষ্ট টি দেখে আসুন Domain ক্রয় করার জন্য নয়তো আপনি Domain ছাড়া নিচের Configuration টি করতে সক্ষম হবেন না।


তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব 
"Blogspot Domain Configuration"

প্রথমে আপনি Login করুন যেখান থেকে আপনি Domain Registration করেছেন।
আমার দেখানো পোষ্ট থেকে যদি Domain ক্রয় করে থাকেন তবে চাইলে নিচের লিংকে গিয়েও Login করতে পারবেন।
Login Link
তাহলে আপনার তথ্য দিয়ে Login করে ফেলুন।

Domain এ প্রবেশ করুন।

Domain  এর Setting এ চলে যান।
উপরে দেখানো টিক মার্ক করা Icon এ ক্লিক করুন যদি আপনি মোবাইল ব্যবহারকারী হয়ে থাকেন তবে।
  • বাম পাশের ঘরে @ এবং ডান পাশের ঘরে নিচের IP গুলো দিয়ে A Record তৈরী করুন।
  • 216.239.32.21
  • 216.239.34.21
  • 216.239.36.21
  • 216.239.38.21
এবার আপনার Browser থেকে অন্য একটি Tab খুলুন এবং সেই Tab টিতে Blogspot সাইটে Login করুন।
Blogger Dashboard এ গিয়ে Setting  Menu থেকে Basic এ প্রবেশ করুন।
তারপর চিত্রতে দেখানো মত Edit লেখাটির উপর ক্লিক করুন।
এবার আপনি যে Domain টি ক্রয় করেছেন তা উপরে দেখানো খালি ঘরে লিখুন।
তবে অবশ্যই Domain  Name এর আগে www. দিতে ভুল করবেন না কিন্তু।
এরপর Save বাটনে ক্লিক করুন।
উপরের মত দেখতে পাবেন Copy অথবা Note করে ফেলুন। 
এবার আপনের Login করা অন্য Tab টিতে যান এবং Copy করা Note টি দিয়ে Cname Record তৈরী করুন আরো ভালোভাবে বুঝতে নিচে দেখুন।
 বাম পাশের ঘরে দিন www এবং ডান পাশের ঘরে দিন ghs.google.com
ঠিক একই ভাবে নীল বৃত্ত দিয়ে আবৃত Text টি দিয়ে একই নিয়মে আরেক টি CNAME তৈরী করে ফেলুন।
সবঠিক মত হয়ে গেলে Save Changes বাটনে ক্লিক করুন।
১০-১৫ মিনিট অপেক্ষা করুন এরপর আবার Blogger Dashboard এর  Setting Menu থেকে Basic এ চলে যান।
আপনার Domain Name টি www. সহ দিন।
যেমন: www.Yoursitename.xyz.
Save বাটনে ক্লিক করুন তাহলে আপনার সাইটে সফলভাবে Domain Configuration শেষ হবে।


আবার Domain এর Edit এ ক্লিক করুন উপরের মত আসবে আপনি উপরের দেখানো জাগায় টিক মার্ক দিয়ে দিন এতে আপনার সাইটে দুভাবে প্রবেশ করা যাবে।
Example:
www.yoursitename.xyz
অথবা
yoursitename.xyz

তবে উপরের টিক মার্ক না দিলে শুধু www.yoursitename.xyz এইভাবে কাজ করবে।

তাহলে এখানেই শেষ হচ্ছে আমাদের Blogger Course Part 3.
Blogspot Domain Configuration.

ইনশাআল্লাহ খুব শ্রীঘ্রই আমাদের আগামী টিউটোরিয়াল শেয়ার করা হবে তাই 4th পর্ব দেখার আমন্ত্রন রইলো।

আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।