৭২ ডেমন নিয়ে সিরিজের আজ ৩য় পর্ব । আজকের
ডেমন “ভাসাগো”
3. Vassago
কিং সলোমন এর বশকৃত ৭২ ডেমনের তিন নম্বর ডেমন হল
“ভাসাগো” । একে “ভ্যাসাগো” বা “উসাগো” নামেও ডাকা হয়। “ভাসাগো” একটি টিন সিল যুক্ত
ডেমন অর্থাৎ সে প্রিন্স ক্যাটাগরির ডেমন। ভাসাগোর নাম অনেক যায়গায় পাওয়া যায়।
এরমধ্যে এঞ্জেল দের লিস্ট ও “লেসার কী অফ সলোমন” বই অন্যতম। ভাসাগো কে “লিবার
অফিসিওরাম স্পিরিচুয়াম” বইয়ে উসাগো নামের এঞ্জেল হিসেবে দেখানো হয়েছে। “ভাসাগো”
অনেকটা লিস্ট এর দুই নম্বর ডেমন “অ্যাগারেস” এর মতই।
“ভাসাগো” একটা ফলেন এঞ্জেল। সে হেল এর উত্তর
পশ্চিম অংশের একজন প্রতিনিধি। সে হেল এর ২৬ লিজিয়ন ডেমন শাসন করে। সে “বারো” নামে হেল এর এক
প্রিন্স এর আন্ডারে কাজ করে। সে মার্চ মাসের শেষ ও এপ্রিলের শুরুর দিকে সবথেকে
শক্তিশালী থাকে। তাকে ডাকতে হলে দিনের বেলা ডাকতে হয় এবং ডাকতে হালকা নীল রঙের
মোমবাতি, সোনা, আগুন এবং লিক নামে এক ধরণের গাছ লাগে।
“ভাসাগো” একটা রহস্যময় ডেমন। তার আগমন নিয়ে বেশি
কিছু জানা যায়নি। অন্যান্য প্রিন্স ডেমনের মত সে একজন শেইপ শিফটার। সাধারণত ডেমনের
দুইটা রূপ হয় হিউম্যান আর ডেমনিক কিন্তু ভাসাগোর অনেক রূপ তারমধ্যে লাল ড্রাগন অন্যতম। কোনো কোনো সময়
সে অন্য ডেমনের রূপ ধরে আসে বিশেষ করে অ্যাগারেস এর রূপ। ব্লাক মিরর এ “ভাসাগো” কে স্পিরিট হিসেবে দেখা যায় যেখানে তার এঞ্জেলিক আর ডেমোনিক দুইটা
ছায়া রয়েছে। এখানে তার অনেক বাহুবিশিষ্ট হাত এবং হাতে অনেক নখযুক্ত আঙুল দেখা যায়।
তবে ভাসাগোর আসন রূপ অজানা।
উচ্চ ক্যাটাগরির ডেমন হলেও “ভাসাগো” একটা
ফ্রেন্ডলি ডেমন হিসেবে পরিচিত। তাকে যে ডাকে তার সাথে সে খুবই ভালো ব্যবহার করে।
তাকে “প্রিন্স অফ প্রফেসি” বলা হয় কারণ সে অতীত, বর্তমান, ভবিষ্যৎ দেখতে পায়। তার
অন্য ক্ষমতার মধ্যে আছে লুকানো কিছু খুঁজে বের করা, নারী মনে ভালোবাসা জাগানো এবং নারী মনের সিক্রেট বলে দেওয়া ইত্যাদি। তাকে
এসব কাজেই ডাকা হয়। অন্যান্য অনেক ডেমনের ভাসাগোর ক্ষমতা গুলো আছে কিন্তু তাদের
থেকে “ভাসাগো” বেশি পরিচিত কারণ সে অনেক ফ্রেন্ডলি এবং অন্যান্য দের থেকে অনেক
ডিটেলস এ ফিউচার দেখতে পারে ও বলতে পারে।
১ম ছবি ভাসাগোর সিল ও অন্যটা তার কাল্পনিক রূপ
।
Follow Us