আজকে আপনাদের মাঝে হাজির হলাম নতুন এবং ভাল মানের গতিশীল একটি ব্রাউজার।
যারা মজিলা , ক্রোম , ম্যাক্সট্রোন , টর্চ , অপেরা ইত্যাদি ব্রাউজার ব্যবহার করতে করতে বোরিং হয়ে গেছেন ,
আমার মত তারা এর ফিচার গুলো দেখে নিন। ভাল লেগে যাবে ১০০% গ্যারান্টি।
তো কি ভাল লেগে যাবে তা একনজর দেখে নিন।

Baidu অথবা Spark Browser 


এতে যে সকল ফিচার আছে তা এক নজর দেখে নেওয়া যাকঃ
  • বিল্ড ইন টরেন্ট ডাউনলোড ম্যানেজার।
  • ইউটিউব , ফেসবুকসহ জনপ্রিয় সাইট থেকে ডাইরেক্ট ভিডিও ডাউনলোড করুন কোন প্রকার সফটয়্যার ছাড়া এক ক্লিকে।তাও আবার HD720p এবং 360p অথবা Mp3.
  • ডাউনলোড করা অবস্থায় ভিডিও প্লে করার ব্যবস্থা।
  • Mouse Gestures যা আপনার ব্রাউজিং এর ধারনা পাল্টে দিতে পারে।
  • আপনার Account Syncing এর ব্যবস্থা।
  • কম্পিউটার দিয়ে Whatsapp চালানোর সু-ব্যবস্থা।
  • আর রয়েছে অসংখ্য এড-অন্স।
 
যার দরকার সে নিচ হতে ডাউনলোড করে নিতে পার।
 

Baidu/Spark Browser ডাউনলোড করতে ক্লিক করুন।



সৌজন্যেঃ সাইবার প্রিন্স