হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
হাজির হয়ে গেলাম হ্যাকার বিষয়ক আলোচনা নিয়ে তারা কারা কিংবা তাদের কার্যক্রম কি?
চলুন আজ পরিস্কার করে জেনে নেই হ্যাকার সম্পর্কীয় কিছু প্রশ্নের উত্তর ।
হ্যাকার হলো তারা যারা মূলত নিরাপত্তা দিয়ে থাকে আবার তাদের ভেতর কেউ আছে অনিরাপত্তার জন্য দায়ী। আরো সহজ করে বলছি, অন্যের কম্পিউটারে বিনাঅনুমতিতে অনুপ্রবেশকারী কে হ্যাকার ধরা হয়।
আচ্ছা আরো সহজ করে বলছি অন্যের System এ ঢুকে Owner এর অনুমতি ব্যতীত তার তথ্য চুরি করাকে হ্যাক বলা হয় এবং যার দ্বারা কাজটি সম্পাদিত হয় তাকে হ্যাকার বলে ধরে নেওয়া হয়।
হ্যাকার হলো তারাই যারা প্রোগ্রামিং এ অসাধারণ মেধার অধিকারী হয়ে থাকে এবং System এর নিরাপত্তা দিয়ে থাকে কিংবা System এর দূর্বল দিক খুজে বের করতে পারে। তাদের ভিতর কিন্তু আছে কিছু শ্রেনীবিভাগ । কারন কেউ তার বিদ্যা শুধু ভালো কাজে ব্যবহার করে আর কেউ তা খারাপ উদ্দেশ্যে।
চলুন জেনে নেওয়া যাক তাদের শ্রেনীবিভাগ নিয়েঃ
White Hat Hacker:
এরা আপনার আমার কম্পিউটার অথবা সাইবার দুনিয়ায় নিরাপত্তা দিতে কাজ করে থাকে এরা সব সময় তাদের জ্ঞান ভালো কাজে ব্যবহার করে থাকে Security এর দূর্বলতা খুজে বের করে সমাধান করা এদের কাজ।
এদেরকে Ethical Hacker ও বলা হয়।
Grey Hat Hacker:
এরা এমন হ্যাকার যারা ভালোর জন্যেও কাজ করতে পারে অথবা খারাপের জন্য। এরা যেহেতু নির্দিষ্ট ভাবে ভালো অথবা খারাপ কাজ করেনা নিজের মর্জি মত চলে তাই এদের Grey Hat Hacker বলা হয়।
Black Hat Hacker:
এরা সব সময় ক্ষতি সাধনের ধান্দায় থাকে এদের কোন Rules নাই এরা সিকিউরিটির দূর্বলতা খুজে বের করায় বিশেষ পারদর্শী হয়ে থাকে আর তারা তথ্য চুরির জন্য হ্যাকার দুনিয়ায় ঘৃণিত ধরা হয়ে থাকে।
এছাড়াও আরো দুই টি ভাগ করা যায়:
Script Kidie:
এরা মুলত কিছুই পারেনা এদের কাজ অন্যের শেয়ার করা টুলস কিংবা স্ক্রীপ্ট কাজে লাগিয়ে নিজেদের কর্ম সম্পাদনা করা।
Neophyte Or Noob:
এরা মুলত হ্যাকিং শিখছে এবং এদের কে Beginner অথবা Noob ধরা হয়।
আজকের পোষ্ট এখানেই সমাপ্ত করছি।
হ্যাকিং এর উপর আগামীতে কয়েকটি পোষ্ট পাবেন যা হয়তো আপনাদের Ethical Hacker হতে সাহায্য করবে।
তাই প্রতিদিন আমার ব্লগে ঘুরে যাওয়ার আমন্ত্রন রইলো।
তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যে: Cyber Prince
হ্যাকিং
Follow Us