আমরা জানি যে লিনাক্স প্ল্যাটফর্ম হ্যাকিং বা অনুপ্রবেশের penetration testing এর জন্য সেরা, পাশাপাশি এটি হ্যাকার এবং নিরাপত্তা গবেষকেদের প্রিয় একটি Kernel.
কিন্তু অধিকাংশ লোক তাদের ডিভাইস Laptop বা Dekstop সর্বত্র বহন করে না। Newbie যারা আছেন শিখতে চান Security কিংবা Penetration Testing সম্পর্কে কিন্তু কম্পিউটার নেই বলে দমে রয়েছেন তাদের জন্যই আমার আজকের পোষ্ট আশা করি অনেকের উপকারে আসবে কারন এখানে Laptop কিংবা Dekstop এর দরকার হবে না।
কারন আমাদের কম বেশী সকলের হাতেই রয়েছে Android মোবাইল যা আমরা পকেটে নিয়ে সব জায়গায় ভ্রমন করে থাকি। আপনি চাইলেই আপনার হাতের মোবাইল কে একটি শক্তিশালী অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারবেন। যারা Security কিংবা Penetration Testing মোবাইল থেকে করতে চান তাদের সকল সমস্যা সমাধান করে দিবে ছোট্ট একটি App যার নাম হলো "Termux".
Termux মূলত একটি Android Terminal Emulator এবং Linux Environment এর অ্যাপ্লিকেশন যা সরাসরি Root বা সেটআপ ছাড়াই কাজ করে এবং সংক্ষিপ্ত বেস সিস্টেম হওয়ায় স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে থাকে - অতিরিক্ত প্যাকেজগুলি APT Package Manager ব্যবহার করে নিজের মত করে কাজ সেরে নেওয়া যায়।
তো চলুন ডাউনলোড করে নেওয়া যাক নিচের লিংক থেকে।
Termux Download
ডাউনলোড হয়ে গেলে Install করে ফেলুন Install হয়ে গেলে চালু করুন। কিছুটা সময় নিবে Load হতে।
এবার আপনার সাধারণ কিছু Command জানা থাকতে হবে যাতে করে আমরা দরকারী Package গুলো এখানে চালাতে পারি।
pkg search <query>
এই Command এর মাধ্যমে আপনি Package গুলোর নাম লিখে সার্চ করতে পারবেন
pkg install <package-name>
উল্লেখিত Command দিয়ে আপনি Package Install করতে পারবেন।
pkg upgrade
এই Commamd ব্যবহার করে আপনার কাছে থাকা Package গুলো আপডেট করতে পারবেন।
নিম্নলিখিত প্যাকেজগুলি ইনস্টল করুন প্রথমটি হলো Clone বা Repositories Download এর জন্য এবং অন্যটি গুরুত্বপূর্ণ পাইথন এর জন্য ।
(যেমন আমরা জানি যে Python এর লিখিত প্রচুর সরঞ্জাম বা স্ক্রিপ্ট রয়েছে যা চালাতে হলে Python অবশ্যই থাকতে হবে )।
apt install git
apt install python2 or apt install python
আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পোষ্টে নিয়ে হাজির হয়ে যাবো কিছু হ্যাকিং টুলস নিয়ে।
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যে: Cyber Prince
Follow Us