হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
সরাসরি কাজের কথায় চলে যাচ্ছি।
আমাদের সাইটে যারা নতুন লেখক হয়েছেন তাদের জন্য সব থেকে সহজ উপায়ে DarkMagician.xyz সাইটে পোষ্ট করার ছোট্ট টিপস নিয়ে হাজির হয়ে গেলাম।

যারা এখনো লেখক হওয়ার জন্য আবেদন করেন নি তারা নিচের নোটিশ টি দেখে আসতে পারেন।


এবার দেখে নেওয়া যাক আমাদের সাইটে যেভাবে পোষ্ট করবেন

আমাদের সাইটে চাইলেই আপনি খুব সহজে পোষ্ট করতে পারবেন একটি মাত্র App ব্যবহার করে চলুন জেনে নেওয়া যাক App সম্পর্কে।

Blogit / বিবরণঃ



*আপনার পোস্ট সম্পাদনা করতে রিচ এডিটর ব্যবহার করতে পারবেন 
*এইচটিএমএল সম্পাদনা করে আর্টিকেল লিখতে পারবেন। 
*দেখুন / মুছুন / মন্তব্য যোগ করতে পারবেন। *আপনার পোস্টগুলিতে একাধিক চিত্র যোগ করতে এবং সহজেই প্রকাশ করতে পারবেন সময় নির্ধারণ করে। 
*একাধিক অ্যাকাউন্ট (শুধুমাত্র Google অ্যাকাউন্টগুলি) যোগ করে এক সাথেই সব গুলোতে কাজ করতে পারবেন। 
*অফলাইন এ কাজ করতে পারবেন। 

App টি Open করলে আপনাকে Google Account দিয়ে Login করতে হবে যে Gmail দিয়ে আপনি আমাদের সাইটে Author Request করেছেন তা দিয়ে লগিন করে ফেলুন তাহলে আপনি যেসকল ব্লগের সাথে যুক্ত আছেন উপরের চিত্রের মত সব গুলোর তালিকা দেখতে পাবেন।

 আমাদের সাইটে পোষ্ট করার জন্য + বাটন চাপুন।

পোষ্ট কে আকর্ষনীয় করতে অবশ্যই ছবি যুক্ত করতে হবে পোষ্টের সাথে মিল রেখে। এবং প্রয়োজনে লিংক সংযুক্ত করতে হবে যেমন ধরুন ডাউনলোড লিংক।
ক্যাটাগরি নির্বাচন করতে হবে এবং সবশেষে পাবলিশ করতে হবে।

আশা করি যারা মোবাইল ব্যবহারকারী তাদের উপকারে আসবে তাহলে আর কি আজ থেকেই শুরু করে দিন ব্লগিং করা।



 আজকের মত বিদায় দেখা হবে নতুন কোন দিন অন্য কিছু নিয়ে। সৌজন্যেঃ সাইবার প্রিন্স