হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ।
আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি হ্যাকার হিসাবে গড়ে তোলার জন্য যে প্রাথমিক ধাপ রয়েছে তা নিয়ে আলোচনা করার জন্য।
হ্যাকার হতে হলে যে বিষয় গুলোর দিকে বিশেষ নজর দিতে হবে তার মধ্যে প্রথম হলো ধৈর্য।
কারণ আপনি হ্যাকার হতে হলে অবশ্যই অনেক বাধা বা সমস্যার সম্মুখীন হতে হবে আর আপনার মাথা খাটিয়েই বের করতে হবে এর থেকে মুক্তির উপায়।
এ জন্য যেমন ধৈর্য কাজে আসবে তেমনি দরকার পড়বে জ্ঞানের কারণ জ্ঞানেই শক্তি মনে রাখবেন।
যে বিষয়ে জ্ঞান থাকা জরুরী:
আপনাকে অবশ্যই কিছু প্রোগ্রামিং ল্যাংগুয়েজ শিখতে হবে। প্রোগ্রামিং ল্যাংগুয়েজ গুলো না শিখেও অনেক কাজ করা যায় তবে তখন আপনাকে Script Kidie বলে ডাকা হবে কারণ আপনার ভিতর থাকবেনা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর জ্ঞান আপনি শুধু অন্যের শেয়ার করা টুলস এবং স্ক্রীপ্ট ব্যবহার করে টুকটাক কাজ সেরে নিতে পারবেন।
তাই সবার আগে আপনি Html দিয়েই শুরু করুন।
এরপর আস্তে আস্তে অন্যান্য ল্যাংগুয়েজ গুলো শিখুন।
আর যদি Html দিয়ে শুরু করতে চান তবে নিচের উল্লেখিত সাইট দিয়েই শুরু করুন আপনার পথ যাত্রা।
w3schools
Html শেষ হয়ে গেলে CSS, Javascript, C ,C++, Pearl, Python Programming ইত্যাদি এগুলো শিখুন এবং অনুশীলন করতে থাকুন কারন এর বিকল্প নাই ।
চিন্তার কিছু নাই আপনারা Html দিয়ে শুরু করুন আর বাকী গুলো আমি আপনাদের আস্তে আস্তে শিখিয়ে দিব নয়তো পথ দেখিয়ে দিব।
আপনি যদি উইন্ডোজ ব্যবহারকারী হয়ে থাকেন তবে আপনাকে আমি পরামর্শ দিচ্ছি Linux ব্যবহার করার কারন হ্যাকারদের জন্য এর থেকে ভালো Kernel আর হতে পারেনা।
উল্লেখিত কাজ গুলো করার প্রয়োজনীয়তা কি?
আপনি যদি নিজেকে একজন অভিজাত হ্যাকার হিসাবে গড়ে তুলতে চান তবে উল্লেখিত জিনিস গুলোর বিকল্প নেই।
আর যখন নিজের করা কোডিং জ্ঞান থেকে কিছু হ্যাক করতে পারবেন তখন পাবেন মনের Satisfaction .
আপনার যদি প্রোগ্রামিং সম্পর্কে কোন জ্ঞান না থাকে তাহলে আপনি কিভাবে খুজে বের করবেন দূর্বলতা।
এই যুগে কেউ কারো নয় কেউ আপনাকে সাহায্য করবে না যদি না আপনি নিজেকে নিজেই সাহায্য না করতে পারেন।
আর হ্যা প্রোগ্রামিং যত অনুশীলন করবেন ততই আপনার দক্ষতা বাড়তে থাকবে যা হয়তো আপনাকে বানাতে সক্ষম হতে পারে Black Hat পর্যন্ত।
আর কথা না বাড়াই যারা Linux সম্পর্কে জানেন না তারা আমার লেখা নিচের পোষ্ট গুলো ঘুরে আসুন হয়তো জ্ঞান বৃদ্ধিতে কাজে দিবে।
করে নিন ১৯৩৮ টাকা মূল্যের উইন্ডোজের বিকল্প লিনাক্স কার্নেল Zorin OS Ultimate Premium Edition
অথবা
Kali Linux Iso Latest Update 2019 এর Download Link সাথে ছোট্ট রিভিউ
তাহলে আজকের ২য় পর্ব এখানেই শেষ করছি তাড়াতাড়ি শিখুন এবং নিজেকে তৈরী করে ফেলুন পরবর্তী ধাপের জন্য আর মনে রাখবেন যত অনুশীলন করবেন ততোই আপনার জ্ঞান বাড়তে থাকবে ।
আর ধৈর্য হারা হয়ে গেলে হ্যাকার হওয়ার স্বপ্ন বাস্তবে কোনদিন রুপ নিতে পারবেনা।
যারা প্রথম পর্ব মিস করেছেন তারা চাইলে নিচের লিংক থেকে দেখে আসতে পারো।
হ্যাকার আসলে কি? কেন তাদের হ্যাকার বলা হয় ? তারা আসলে ভালো নাকি খারাপ
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে ।
সৌজন্যে: Cyber Prince (TheDarkMagicianBD)
হ্যাকিং
Follow Us