হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি টিউলাইট নোবেল উপর তৈরী মুভি Twilight Saga Series এর ৩য় পর্ব Twilight Saga Eclipse


দেখে নেওয়া যাক ৩য় পর্বের বিস্তারিতঃ

The Twilight Saga: Eclipse (2010)

মুক্তি পেয়েছিল ২০১০ সালে

IMDB rating: 4.9/10

ধরন : সাহসিক | নাটকীয় | কল্পনা
সাইজ : ১৬০ mb
ভাষা : ইংরেজী 2CH – হিন্দী 2ch
কোয়ালিটি 480p হাইলী কম্প্রেস
পরিচালক : ডেভিড স্ল্যাড
তারকা: ক্রিসন স্টুয়ার্ট, রবার্ট প্যাটিনসন, টেলর লুতনার



The Twilight Saga: Eclipse (2010):


বেলা আবারো নতুন বিপদের সম্মুখীন হয় , প্রথমত বেলাকে মেরে ফেলার জন্য ভিক্টোরিয়া নিজের দল তৈরী করছে
আর ২য় তাকে এডওয়ার্ড অথবা জ্যাকব যে কোন একজন কে বেছে নিতে হবে।



এ নিয়ে আরম্ভ হয়ে যায় তুমুল যুদ্ধ এডওয়ার্ড এবং জ্যাকবের মধ্যে । বেলা এখন কার হবে এটা তার নিজেকেই পছন্দ করে নিতে হবে কারন তার স্নাতক ডিগ্রী সে অর্জন করে ফেলেছে ।



অবশেষে সে এডওয়ার্ডকে বেছে নেয় আর জ্যাকব কে বন্ধু হিসাবে । এর মধ্যে ভিক্টোরিয়া তৈরী হয়ে গেছে তার দল নিয়ে বেলার উপর আক্রমন আনার জন্য । এখন দেখার বিষয় হলো এডওয়ার্ড কি পারবে বাচাতে বেলাকে , আর জ্যাকব কি তাদের সাহায্য করবে।



জানতে হলে অবশ্যই দেখতে হবে মুভিটি ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো ।


ডাউনলোড লিংক


আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।


সৌজন্যে: সাইবার প্রিন্স