হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি টিউলাইট নোবেল উপর তৈরী মুভি Twilight Saga Series এর ২য় পর্ব Twilight Saga New Moon
দেখে নেওয়া যাক ২য় পর্বের বিস্তারিতঃ
The Twilight Saga New Moon (2009)
মুক্তির পেয়েছিল ৩ ডিসেম্বর ২০০৯ ইং তারিখে
পরিচালক : Chris Weitz
মুভির ফিচারে ব্যবহার করা হয়েছে যে গানটি তা Possibility লিখে ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন ।
Box office হিট হয়েছে 709.7 million USD ডলার
সিরিজ : The Twilight Saga
সময়ঃ ১৩০ মিনিট
ক্যাটাগরীঃ Adventure,Drama,Fantasy
সাইজঃ ১৬৭ MB
The Twilight Saga: New Moon (2009)
এডওয়ার্ড বেলাকে ছেড়ে চলে যায় কিন্তু কোথায় বা কেন চলে যায় সে তা জানেনা এ যেন মানতে পারছিল না সে । সব কিছুতেই শুধু এডওয়ার্ড এর প্রতিচ্ছবি বেলার সামনে ভাসতে থাকে । এ সময় তার পাশে এসে দাঁড়ায় জ্যাকব । কিন্তু কিছুতেই এডওয়ার্ড ছাড়া নিজেকে কল্পনা করতে পারছিলনা ।
তাই আত্মহত্যা করার জন্য পাহাড় থেকে লাফ দেয় কিন্তু জ্যাকব এই যাত্রায় তাকে বাচিয়ে নেয় ।
বেলার অদ্ভুত লাগে তখন যখন জানতে পারে জ্যাকব নেকড়ে পরিবারের সদস্য যারা পাহাড়া দিচ্ছে ভ্যাম্পেয়ারদের শহর থেকে দূরে রাখার জন্য ।
ঘটে যায় আরেকটি ঘটনা এডওয়ার্ড তাকে ফেলে যায়নি বরং বেলাকে বাচাতে গিয়ে যে অপরাধ করে ফেলেছে তার সাজা ভুগছে এডওয়ার্ড ও চায় নিজেকে শেষ করে দিতে বেলার হাতে সময় যেন আর নেই এলেক্স এসে জানাল এই কথা এখন দেখার বিষয় ওরা কি পারবে এডওয়ার্ড কে বাচাতে নাকি পারবেনা ………………………………………।।
বাকীটা মুভি থেকে দেখে নিতে পারেন নিচে ডাউনলোড লিংক ।
Follow Us