হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম ৩ MB সাইজের একটি জনপ্রিয় গেমস The Punisher
জেনে নেওয়া যাক গেমসটি সম্পর্কেঃ
গেমসটি প্রকাশিত করা হয়েছিল ১৯৯৩ সালে। গেমসটি প্রকাশনায় সাহায্য করেছে Capcom.
গেমসটি মূলত শুটিং , ফাইটিং ধাচের গেমস অনেকটা মোস্তফা গেমসটির মত। এখানে আপনাকে মিশনে জয়ী হওয়ার জন্য লড়াই করতে হবে। খেলার ভিতরে পেয়ে যাবেন গ্রেনেড , পিস্তল , ব্যাট অথবা আগুন দিয়ে শত্রু পক্ষকে পুড়িয়ে দেওয়ার জন্য কিছু সামগ্রী। প্রতিটি লেভেল আপানকে শেষ করতে দম ফাটানো উত্তেজনার মধ্য দিয়ে যদিও তিন MB সাইজের গেম তবে যথেষ্ট ভাল মানের আর যদিও দাদার আমলের তাই বলে হেয় করে দেখবেন না যেন।
আপনাকে দুইজন চরিত্রের ভিতর থেকে বেছে নিয়ে খেলা শুরু করতে হবে।
একসাথে দুইজন খেলাতে অংশগ্রহন করা যাবে।
গেমসটিতে মোস্তফা গেমসটির মত পাওয়ার মারার সুবিধা আছে।
আছে স্পেশাল কিছু মারামারির ইফেক্ট।
দেখে নেওয়া যাক কিছু ScreenShot:
এক কথায় ছোট সাইজের গেমসটি অনেক ভালো মানের যদি আপনি গেমসটি সংগ্রহ করতে চান নিচে দেখুন।
ডাউনলোড হয়ে গেলে ফাইলটিকে Rename করতে হবে নয়তো চলবেনা।
punisher (darkmagician.wapkiz.com).zip
উপরের নামে ফাইলটি পাবেন আপনার কাজ হবে
(darkmagician.wapkiz.com)
লেখাটি কেটে দেওয়া তাহলে আপনার File এর নাম হবে punisher.zip হয়ে যাবে।
এবার Android ব্যবহারকারীরা যেভাবে চালাবেনঃ
আপনি Tiger Arcade ফাইলটি download করুন।
এবং Neo Geo BIOS ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ডাউনলোড হয়ে গেলে ফাইলটিকে Neogeo.zip নামে Rename করুন।
neogeo.zip ফাইলটি ভুলেও Extract করবেন না।
প্রথমে আপনার sdcard এ”ROMs” নামে একটি folder বানান।
এবার “ROMs” folder টি ওপেন করে এর ভিতরে”arcade2″ নামে একটি folder বানান।
এবার neogeo.zip ফাইলটি সহ punisher.zip ফাইল টি sdcard এর ROMs/arcade2/ ফোল্ডারে রাখুন।
Tiger.apk install দিন।
Tiger Arcade open করুন।
এবার Tiger Arcade থেকে punisher এ প্রবেশ করুন।
এবার Android থেকে খেলার মজা নেন।
এবার যারা কম্পিউটার থেকে খেলতে চান তারা নিচের পোস্টটি দেখুন
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স
Follow Us