আপনাদের ভিতর অনেকেই আছেন। যারা Blogger Course করতে চান।

Blogger Course: তাদের কথা মাথায় রেখে শুরু করতে যাচ্ছি একটি পর্ব ভিত্তিক টিউটোরিয়াল।
যারা সম্পূর্ণ নতুন আশা করি তাদের কাজে আসবে।
প্রথমত Basic Level এর Tutorial থেকে শুরু করবো এবং তা ধাপে ধাপে Expert Level এর দিকে অগ্রসর হতে থাকবে।
Blogger Basic থেকে Advanced Level. দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করবো।
★ Blogger Basic Tutorial ★
- 10 Popular Types Website Making Tutorial
- 10 Premium Template Free
- Domain Configuration
- Search Engine Optimization
- Backlink Making
- Adsense
- Template Design ( Pro Only )
- Niche Site Making With Blogger (Pro Only)
তো উপরের উল্লেখিত বিষয় গুলো থাকবে আমার টিউটোরিয়াল গুলোতে।
তাহলে শুরু করা যাক Blogger Course প্রথম পর্ব
"Blogspot দিয়ে ওয়েবসাইট তৈরী"
আপনার দরকার হবে একটি Gmail একাউন্ট।
নতুন একটি তৈরী করতে চাইলে নিচের লিংকে যান
এবার নিচের লিংকে চলে যান
Blogger Profile এর জন্য খালি ঘরে নাম দিন।
Continue To Blogger Button এ ক্লিক করুন।
Create New Blog এ ক্লিক করুন।
আপনার সাইটের Title দিন এবং সুন্দর একটি নাম পছন্দ করে Address এর খালি ঘরে বসান।
Create Blog বাটনে ক্লিক করে সামনে আগান।
Post Menu এর All এর কাজ হলো সকল পোষ্ট সামনে তুলে ধরা।
Draft এ পাবেন খসড়া করে রাখা পোষ্ট যা Published করেন নি অথবা Unpublished করে রেখেছেন ।
Static Menu এর Overview আপনাকে দেখাবে Visitor সম্পর্কীয় তথ্য।
যেমন মাস,সপ্তাহ,দিন অথবা বর্তমানে কত সংখ্যক Visitor আছে।
কোন পোষ্ট কতবার View হয়েছে।
Visitor কোন সাইটের থেকে আসছে এমন সব তথ্য।
এখন Stats Menu এর Post এর কাজ আপনাকে Post View এবং Page View দেখানো।
এবার Stats Menu এর Traffic Source এর কাজ হলো যে সকল সাইট থেকে আপনার Visitor আসছে তার তথ্য তুলে ধরা।
তাহলে Stats Menu এর Audience এর কাজ হলো। Visitor যে সকল দেশ থেকে আসছে।
যে ডিভাইস গুলো ব্যবহার করে সাইটে প্রবেশ করছে এবং যে সকল Browser দিয়ে Visit করছে তার তথ্য তুলে ধরা।
Comments Menu এর কাজ হলো সাইটের পোষ্টে করা Comments গুলো আপনার সামনে উপস্থাপন করা।
Earning Menu তো স্বপ্ন সকল Blogger এর।
Google Adsence যা হতে টাকা আয় করা যায়।
আপনার সাইটে Adsence Approved হয়ে গেলে শুরু হয়ে যাবে আপনার একটি আয়ের মাধ্যম।
Pages Menu তে এসে আপনি চাইলে আলাদা আলাদা Page তৈরী করতে পারবেন।
Layout Menu তে আপনি আপনার সাইটের Widget Edit এবং যুক্ত করার পাশাপাশি। আরো অনেক কাজ করতে পারবেন।যা আরো সামনের টিউটোরিয়াল গুলোতে বিস্তারিত আলোচনা করা হবে।
Theme Menu তে আপনি Theme Customize এবং Code Edit করতে পারবেন।
প্রথমত Settings Menu এর Basic এ গিয়ে আপনি Title ,Description এবং Privacy পরিবর্তন করতে পারবেন।
সাথে Domain Configure, Https এ পরিবর্তন কিংবা Author অথবা Member যুক্ত করতে পারবেন।
এখন Settings এর Post, Comments and Share এ আপনি Set করতে পারবেন কতগুলো পোষ্ট দেখানো হবে তা।
আরো পারবেন Comments এর Setting পরিবর্তন করতে ।
এবার Settings Menu এর Email এ গিয়ে Custom Mail এর মাধ্যমে পারবেন Mail Send করে Post Published করতে।
এবার Settings Menu এর Language and Formatting এ গিয়ে আপনি চাইলে ভাষা এবং সময় পরিবর্তন করতে পারবেন।
তারপর Settings এর Search preference এর কাজ Robot.txt, Google Search Console , Custom Page এর মত দরকারী কাজ গুলোর Manual Setting করতে হবে।
এরপর Settings Menu এর Other এ গিয়ে Feed , Adult Content কিংবা Google Analytics এর তথ্য পরিবর্তন করতে পারবেন।
এখন Settings Menu এর User Setting এ গিয়ে নির্বাচন করতে পারবেন।
আপনার Profile টি Blogger এর টা দেখাবেন নাকি Google+ এর টি।
So আজকের মত বিদায় নিচ্ছি।
আগামীকাল Blogger Course এ Theme এর কাজটি করবো সাথে একটি Paid Theme তো থাকছেই ফ্রি।
ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল।
সৌজন্যেঃ Cyber Prince
Follow Us