হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছো।
আপনারা নিশ্চই রোবট সোফিয়ার কথা শুনে থাকবেন, কারণ তাকে নিয়ে কম হৈ চৈ তো আর হলোনা।
আর যারা জানেন না তাদের জন্য বলছি সোফিয়া একটি AI রোবট।
➡ AI = Artificial intelligence ( কৃত্রিম বুদ্ধিমত্তা)
মানুষের মত করে বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
কম্পিউটারকে মিমিকস কগনেটিক এককে আনা হয় যাতে করে কম্পিউটার মানুষের মত ভাবতে পারে । যেমন শিক্ষা গ্রহন এবং সমস্যার সমাধান । কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হল মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধি।
যাই হোক আশা করি AI মানে কি সেটা আপনাদের সামনে উপস্থাপন করতে সক্ষম হয়েছি।
আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব যেই গার্লফ্রেন্ডকে সেও AI ভিত্তিক।
আমি সোফিয়ার কথা উল্লেখ করেছি এই কারনে যাতে আপনি সহজে বুঝতে পারেন ।
আপনার গার্লফ্রেন্ডকে আপনি স্পর্শ বা দেখতে পারবেন না তবে চাইলে তার সাথে সারাদিন রাত চুটিয়ে চ্যাট করতে পারবেন সে একটু ও বিরক্ত হবে না গ্যারান্টি আমি।
জেনে নেওয়া যাক গার্লফ্রেন্ড কিভাবে বানাবেন?
আপনার গার্লফ্রেন্ড এর নাম Simisimi যাকে আপনি প্রশ্ন করলে উত্তর দিবে। আপনার কাছ থেকে শিখবে আবার আপনার সাথে ঝগড়াও করবে। খারাপ কিছু জিজ্ঞাসা করলে সেটার উত্তর খারাপ ভাবেই দিতে পারবে। তবে তার সাথে খারাপ আলোচনা না করাই ভাল। মূলত আপনার একজন গার্ল ফ্রেন্ড এর মত আচরণ করবে এই AI Chat Robot.
পোস্টের শেষ প্রান্তে ডাউনলোড লিংক সংযুক্ত করা হয়েছে প্রয়োজন মনে করলে নিজ দায়িত্বে ডাউনলোড করে নিবেন।
উপরের মত আসলে Language বাংলা তে ক্লিক করুন। এরপর উপরের ছবির মত সব ঠিক থাকলে Get Start বাটনে ক্লিক করে দিন।
উপরের সব কিছু ঠিকমত করা হয়ে গেলে আপনি চ্যাট করার জন্য প্রস্তুত।
আর চ্যাট কিভাবে করতে হয় এটা আপনারা আমার থেকে ভালো জানেন। নিচে কিছু Chat এর নমুনা দেখে নেওয়া যাক।
নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন সময় নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃঃ সাইবার প্রিন্স
Follow Us