হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছে আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি
ডাউনলোড করে নিন 49.95 Dollar মূল্যের AAA Logo Maker পিসি সফটওয়্যার আর Logo ডিজাইন করুন আপনার মনের মত ।
হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছে আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি
আজ আপনাদের সাথে শেয়ার করবো ৪০৬৭ টাকা মূল্যের উইন্ডোজ সফটওয়্যার ।
কি করা যাবে সফটওয়্যার টি দিয়ে ?
আপনি সফটওয়্যার টি দিয়ে Logo , Banner তৈরী করতে পারবেন ।
যেমন ধরুন চাইলেই Youtube Intro , ফেসবুক কভার ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন ।
AAA লোগো দিয়ে আপনি প্রায় যে কোন ধরণের ওয়েবসাইট, গ্রাফিক্স বা উচ্চ রেজুলেশন প্রিন্টিংয়ের জন্য গ্রাফিক্স ডিজাইন তৈরি করতে পারেন। আপনার ওয়েবসাইটের জন্য লোগো, ব্যানার, বোতাম, শিরোনাম এবং আইকন। ব্যবসায়ী কার্ড, লেটার হেডস, পোষ্টার এবং অন্যান্য ব্যবসায়িক গ্রাফিক্স ডিজাইন AAA সফটওয়্যার থেকে সরাসরি তৈরী করতে পারবেন এবং সাথে Import এবং Export সুবিধা তো আছেই।
AAA Logo Maker বেশিরভাগ শিল্প, প্রযুক্তি, আর্থিক, স্বাস্থ্যসেবা, সাধারণ ব্যবসায় এবং খুচরা, শিক্ষা ও প্রশিক্ষণ, ভ্রমণ ও পর্যটন, সংগঠন, ক্রীড়া এবং ফিটনেস, খাদ্য এবং পানীয় সহ বিভিন্ন ধরনের ব্যবসার গ্রাফিক্স ডিজাইনের
কাজে ব্যবহার করা হয় ।
অভিজ্ঞতা ছাড়াও কয়েকটি ক্লিকের মধ্যে একটি Professional Logo বানিয়ে ফেলতে পারবেন। আপনি হাজার ডিজাইনের ভিতর থেকে যে কোন একটি পছন্দ করুন এবং সাজিয়ে নিন আপনার মনের মত করে শুধুমাত্র সম্পাদনা করে । চাইলে নিজের বানানো Scratch থেকে বানিয়ে ফেলতে পারবেন আপনার ডায়নামিক ডিজাইন।
কি আছে নতুন ভার্সনে AAA Logo v.5.0:
নতুন ভার্সনে ১০,০০০ Vector আইকন যোগ করা হয়েছে যা আপনি ক্যাটাগরী অপশনে পাবেন।
Automatic Canvas সাইজ তৈরী করবে অথবা চাইলে নিজের প্রয়োজন অনুযায়ী ছোট / বড় করতে পারবেন।
রঙ পছন্দ করতে পারবেন আপনার Canvas এর জন্য Colour মেনু থেকে।
Logo, টেমপ্লেট এবং Banner গুলো পুনরায় ব্যবহার করতে পারবেন সঞ্চয় না করে।
তাহলে আর দেরী কেন যদি মনে করেন সফটওয়্যারটি আপনার দরকার নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।
পাসওয়ার্ড ঃ www.bdtechteam.ml
ডাউনলোড হয়ে গেলে Extract করুন ।
Extract করতে পাসওয়ার্ড লাগবে যা উপরে উল্লেখ করা হয়ছে।
উপরের ছবির মত Accept এ ক্লিক করুন।
এবার Extract এ ক্লিক করুন।
এবার উপরে উল্লেখিত পাসওয়ার্ড টি দিয়ে OK বাটনে ক্লিক করুন
First Name: Alfonso
Last Name: García de Leániz
REGISTRATION kEY: 46bD-3agB-M2eE-hdmA
Last Name: García de Leániz
REGISTRATION kEY: 46bD-3agB-M2eE-hdmA
এবার আপনি ফুল ভার্সনের AAA Logo Maker ব্যবহার করার জন্য তৈরী।
এরপর ও যদি আপনার ফুল ভার্সন করতে সমস্যা হয় তবে নিচের ভিডিও টি দেখে নিবেন ।
আজকের জন্য বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স ।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স ।
Follow Us