হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটি মুভি সিরিজ।
১৯৯৫ সালে মুক্তি প্রাপ্ত
Jumanji 1995 Hollywood Movie Dual Audio Hindi-English
মুভিটি মুক্তি পেয়েছিল ডিসেম্বরের ১৫ তারিখ ১৯৯৫ ইং সালে
IMDB Rating 6.9/10
পরিচালক: Joe Johnston
লেখক : Jonathan Hensleigh (screenplay), Greg Taylor (screenplay)
তারকা : Robin Williams, Kirsten Dunst, Bonnie Hunt
ভাষা ঃ হিন্দি – ইংরেজী
ধরনঃ Fantasy , Thriller
সময়ঃ ১ ঘন্টা ৪৪ মিনিট ।
মুভিটি তৈরী করতে খরচ হয়েছিল 65 million USD ডলার এবং
Box Office এ হিট খায় 262.8 million USD ডলার।
মুভি সারাংশঃ একদিন দুটি বাচ্চা পিটার (ব্র্যাডলি পিয়ার্স) এবং জুডি শেফার্ড (কার্স্টেন Dunst) একটি জঙ্গল-থিমযুক্ত জাদু বোর্ড/খেলা অদ্ভুত, খুঁজে পায় এবং খেলা আরম্ভ করে , তখন তারা কয়েক দশক ধরে আটকে থাকা একটি অ্যালান প্যারিশ (রবিন উইলিয়ামস)কে মুক্ত করে দেয় সাথে মুক্ত করে দেয় ভয়ংকর সব প্রানী ।
সারা বাড়ী কব্জা করে নেয় সেই প্রানীগুলো শুধু বাড়ী বললে ভুল হবে সারা শহর । সাথে যেন রাজত্ব পেয়ে বসেছে বানর , হাতী , গন্ডার পুলিশ কি পারবে এগুলো থামাতে । অন্যদিকে সবচেয়ে বড় শিকারী খুজে বেড়াচ্ছে অ্যালান প্যারিশ (রবিন উইলিয়ামস)কে সাথে তো বাচ্চারা আছে । একদিকে ভয়ংকর সব প্রানী অন্যদিকে খুনে শিকারী।
এখন তাদের বাচার একমাত্র উপায় খেলাটি শেষ করা কিন্তু যারা প্রথম এই খেলা শুরু করেছে তাদের ভিতর সেই মেয়েটি নেই যে উধাও হয়ে যেতে দেখেছিল অ্যালান প্যারিশ (রবিন উইলিয়ামস)কে ।
সবার আগে সেই পুরানো মেয়েটিকে রাজী করাতে হবে খেলার জন্য ।
অবশেষে খুজে বের করলো এবং জোর পূর্বক খেলতে রাজী করানো হলো এখন দেখার বিষয় অদ্ভুত এই জিনিস গুলোর সাথে কি তারা লড়াই করে বাচতে পারবে নাকি মৃত্যুর হাতছানি তাদের গ্রাস করে নিবে ।
জানতে হলে বাকী অংশ মুভি থেকে দেখে নিতে পারেন নিচে ডাউনলোড লিংক দেওয়া হলো ।
মুভিটি ভাল লাগলে কমেন্ট করে জানাবেন ।
তাহলে আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স
Follow Us