Johnny English Reborn


মুভিটি প্রথম মুক্তি পেয়েছিল ১৫ই সেপ্টেম্বর ২০১১ ইং সালে রাশিয়াতে।
পরিচালকঃ Oliver Parker
মুভিটি নির্মানে ব্যয় হয় ৪৫ মিলিয়ন ইউএসডি ডলার
মুভিটি বক্স অফিস হিট ১৬০.১ মিলিয়ন ইউএসডি ডলার
কোয়ালিটি ৪৮০পিস
মুভি সংক্ষেপঃ মোজাম্বিকে একটি বিধ্বংসী মিশনের মেরে ফেলা হয়, যার পূর্ন দায়িত্বে ছিল ব্রিটিশ এজেন্ট জনি ইংলিশ (রোয়ান এটকিনসন)। তার লজ্জা ভুলে যাওয়ার চেষ্টা করার জন্য তিব্বতে এসে সাধুদের সাথে যোগ দেয়।
 কিন্তু যখন তিনি এমআই -7 থেকে একটি জরুরী কল পান এবং তাকে একটি মিশন পরিচালনা করার জন্য বলা হয়।Johnny তার সহকর্মীকে নিয়ে মিশনে নেমে পড়ে আর একের পর এক সমস্যায় জড়াতে থাকে দেখার বিষয় হলো সে কি পারবে নিজেকে প্রমান করতে পারবে কি সবাইকে ভুলিয়ে দিতে প্রেসিডেন্ট হত্যায় তিনি কারো পক্ষপাতী ছিলেন না।
তবে দেখে নিতে পারেন অসাধারন এই অ্যাকশন, কমেডী মুভিটি যতক্ষন দেখবেন ততক্ষন বিনোদন।
Download Now (155MB)
তাহলে উপভোগ করুন অ্যাকশন, কমেডি, সাইন্স-ফিকশন মুভিগুলো।
আর দেখা শেষে কেমন লাগলো জানাতে ভুলবেন না।
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
নতুন সব মুভি নাটক গান পেতে নিচে দেখুন
সৌজন্যেঃ MyMovie4u এবং সাইবার প্রিন্স