আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম সর্বনিম্ন কনফিগের মিশন এবং শুটিং টাইপের গেমস
 
Hitman 1 Codename 47
আপনার উইন্ডোস কম্পিউটারের জন্য
 

আজকে যে গেমসটি নিয়ে আলোচনা করবো তার নাম 

Hitman 1 Codename 47 


এই গেমসটি Hitman সিরিজের প্রথম ভার্সন।
Hitman গেমসটি ডেভেলপ করেছে IO Interactive.
Hitman গেমসটি প্রকাশনায় ছিল Eidos Interactive.
Hitman 1 Codename 47 গেমসটির লেখক Peter Gjellerup Koch Morten Iversen.
Hitman 1 Codename 47 গেমসটির Composer Jesper Kyd Jakobson.


গেমসটি উইন্ডোজ কম্পিউটারের জন্য তৈরী করা হয়েছিল।
প্রকাশ করা হয় NA: 19 November 2000 এবং EU: 1 December 2000 ইং সালে।
এটি একটি Single Player গেমস।

HITMAN CODENAME 47:


নিয়ন্ত্রন করতে হবে Control Agent 47 কে একজন প্রফেশনাল মানের খুনী বানানোর জন্য।
এজেন্ট কে হাসপাতাল থেকে বাহির করতে হবে শব্দ অনুসরণ করে।
অস্ত্র সংগ্রহ করতে হবে এবং প্রথম মিশন আইসিএ এর অধীনে থেকে খুন করতে হবে যার কারনে আপনি মিশন শেষে টাকা পাবেন।
কম সাইজের মজার একটি গেমস একবার মিশন হাতে নিলে শেষ করা ছাড়া ছাড়তে মন চাইবেনা।



সর্বনিম্ন খেলতে যা প্রয়োজন হবেঃ

Windows: XP/Vista/Win7/Win8.1 CPU: Pentium II 300 MHz Ram: 64 MB Graphics: 100% DirectX 7.0a-compatible 3d Accelerated Card with 12MB VRAM Hard Drive Space: 400 MB

এবার দেখে নেওয়া যাক কিছু গেমসটির চিত্র নিচে থেকেঃ

 





 

 প্রথম মিশনের ছবি উপরে উল্লেখিত। প্রথম মিশনে আপনার কাজ হবে হাসপাতাল থেকে পালানো।
 ২য় মিশন হবে Red Dragon এর নেতাকে খুন করা।
এভাবে আস্তে আস্তে আপনার মিশন গুলো জটিল হতে থাকবে।
 
এর নতুন ভার্সন আছে কিন্তু পুরানো টা দিয়েই শুরু করলাম।
password: www.movietag.ga



যদি আপনাদের সাড়া পাই তবে এর পরের ভার্সন গুলো শেয়ার করবো।
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
 
সৌজন্যেঃ সাইবার প্রিন্স এবং MovieTag