চলুন সবার আগে জেনে নেই কেন ফেসবুক Night Mode কেন ব্যবহার করা হয়।
মজার ব্যাপার হলো Night Mode চালানো হয় মূলত রাতের জন্য যাতে থাকে Black Background আর এই Black Background টি ব্যবহার করা হয় রাতে চোখ সুরক্ষিত রাখতে কিন্তু বর্তমানে এটা একটি ভাইরাল টপিক হয়ে গেছে তাই এবার দেখে নেই কিভাবে আপনিও চালাবেন Night Mode 🌚🌒.
আপনারা অনেকেই মনে করছেন যে Night Mode ফেসবুক এর একটি নতুন ফিচার কিন্তু আপনার ধারনা সম্পূর্ণ ভুল কারন এই কাজটি করতে আলাদা একটি সফটওয়্যার দরকার হয় যাকে আমরা Third Party App বলতে পারি ।
প্রথমে পোস্টের শেষ প্রান্তে সংযুক্ত লিংক থেকে ডাউনলোড করে নিন
Hermite • Lite Apps Browser
চলুন দেখে নেওয়া যাক এর ফিচারগুলো
উপরের উল্লেখিত App দিয়ে আপনি যে কোন সাইট Night Mode এ চালাতে পারবেন ।
ডাউনলোড করা হয়ে গেলে ইন্সটল করে ফেলুন এবং App টিতে প্রবেশ করুন।
এপ এ প্রবেশ করলে উপরের মত দেখতে পাবেন Create Your First Lite App Now তে ক্লিক করুন।
উপরের মত দেখতে পাবেন ফেসবুক এ ক্লিক করুন ।
আপনার ফেসবুক একাউন্টে প্রবেশ করতে আইডি এবং পাসওয়ার্ড দিলে উপরের মত আসবে।
আপনি উপরের ডান কর্ণারের Setting এ ক্লিক করুন।
এবার উপরের ছবিটির মত Night Mode এ ক্লিক করে চালু করুন আপনার কাংখিত Night Mode.
তাহলে হয়ে গেল আপনার ফেসবুক Night Version Mode আপনি চাইলে Messenger টিও একইভাবে Night Mode চালু করতে পারবেন।
এবার আসা যাক অন্য যে কোন সাইট যেভাবে Night Mode করবেন।
Create বাটনে ক্লিক করুন।
উপরের চিহ্নিত ঘরে আপনার সাইটের লিংক লিখুন।
উপরের মত দেখাবে আপনি Create বাটনে ক্লিক করুন। এবার আপনি নিচের থেকে আপনার সাইটে প্রবেশ করুন এবং সেটিংস এ গিয়ে Night Mode চালু করে দিন।
আপনার Create করা সাইটের লিংকে প্রবেশ করুন।
Night Mode চালু করুন।
তাহলে হয়ে গেলো Night Mode.
Hermite ডাউনলোড করুন নিচের লিংক থেকে
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স
Follow Us