১৯৮৭ সালে নির্মিত ভৌতিক মুভি সিরিজ Evil Dead এর ২য় পর্ব ।
 Evil Dead 2 (1987) Compressed Dual Audio Hindi – English Dubbed Download With Review

Evil Dead 2 (Evil Dead 2: Dead Day Dawn  হিসেবে পরিচিত)  মুভিটি 1987 সালে আমেরিকান স্যাম রাইমি দ্বারা পরিচালিত কমেডি চলচ্চিত্র এবং 1981 সালের ভয়াবহ চলচ্চিত্র The Evil Dead এর প্যারোডি সিকুয়েল। এই চলচ্চিত্রটির লেখক এবং পরিচালনায় ছিলেন  রাইমি ও স্কট স্পিগেল এবং মুভিটিতে অভিনয় করেছেন রবার্ট ট্যাপ্টের এবং ব্রুস ক্যাম্পবেল অ্যাশ উইলিয়ামসের মতো তারকা।
IMDB Ratings: 7.8/10

ক্যাটাগরি : Comedy, Horror
ভাষা: Hindi + English
কোয়ালিটি : 480p BluRay
সাইজ : 284mb
পরিচালক : Sam Raimi
লেখক : Sam Raimi, Scott Spiegel
তারকা: Bruce Campbell, Sarah Berry, Dan Hicks
মুভিটি নির্মান করতে খরচ হয়েছিল ৩.৬ মিলিয়ন ইউএস ডলার এবং মুভিটি মুক্তির পর বক্স অফিসে হিট কায় ৫.৯ মিলিয়ন ইউএস ডলার।



মুভিটির সারাংশ :

মুভিটিতে দেখা যাবে ব্রুস তার গার্ল ফ্রেন্ড কে নিয়ে একটি গভীর জংগলে অবস্থিত বাড়িতে বেড়াতে যায় সেখানে তার গার্ল ফ্রেন্ডকে সে খুন করে এরপর মেয়েটির উপর ভর করে এক শক্তিশালী আত্মা। 
এদিকে বাড়ির মালিকের মেয়ে আসছে তার বাবা – মাকে দেখতে কারন সে জানতো না যে তার বাবা মাকে গ্রাস করে নিয়েছে সেই ভুতূরে বাড়িটি।  অন্যদিকে ভূতের ভয়ে পালিয়ে বাচতে ফের ছুটে তার নিজ গন্তব্যে।
কিন্তু এ কি?  রাস্তা যে নেই ব্রীজটি যে ভেংগে গুড়িয়ে দিয়েছে অজানা কিছু।
এখন দেখার বিষয় হলো তারা সবাই যখন এক জায়গায় জমা হবে তখন কি তারা মুখোমুখি হতে পারবে সেই অদ্ভুত আত্মা গুলোর বিরুদ্ধে।  তারা কি যোগাড় করতে পারবে সেই ভয়ানক বইটির সবগুলো পাতা নাকি মারা পড়বে……….
জানতে হলে মুভিটি দেখতে হবে ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।


আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে। 

সৌজন্যেঃ সাইবার প্রিন্স